সাম টাইমস মিরাকল - TopicsExpress



          

সাম টাইমস মিরাকল হ্যাপেনঃ ---------------------------------- প্রিয় পাঠক, আমাদের সবারই ধর্মীয় একটা অনুভূতি থাকে- থাকে বিশ্বাস। আর মাঝে মাঝে এই অনুভূতি আর বিশ্বাসের মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায় আমাদের দুর্বল বিশ্বাসের শক্তি। ২ দিন আগে আমার পরিবার সহ ঢাকা থেকে পটুয়াখালী আসছিলাম। আমার টাইম লাইনে লঞ্চে ওঠার আগের আকাশের ছবিও ছিল। যাত্রা শুরুর পর থেকেই উত্তাল আবহাওয়ায় কিছুটা মজাই নিচ্ছিলাম। কিন্তু ব্যপারটা ঘটল রাত ১০ টার একটু আগে থেকেই। মেঘনা নদীতে আমি সহ অন্যান্য যাত্রীরা সুন্দরবন-৬ নামক যে লঞ্চটিতে আসছিলাম, সেটি কিভাবে যেন বিশাল লঞ্চের পরিবর্তে বাদামের খোসার মত ভাসা শুরু করল। আমি একটু সাহস নিয়ে ফ্রন্ট ডেকে মাস্টার ব্রিজের সামনে দাঁড়াতেই টের পেলাম 11 0clock প্রায় ১১০ kph এর ক্রস উইন্ড। কানে হাত দিয়ে সামাল দিতে পারছিলাম না, ইতিমধ্যে শুরু হয়ে গেছে উত্তাল ঢেউয়ের আক্রমণ। তিন তলা লঞ্চটির দোতলা পর্যন্ত ঢেউ লঞ্চের ডেকে উঠে গেছে। ডেকের মহিলা যাত্রীদের ক্রন্দন তখন ভীত আর্তনাদ। আমার স্ত্রীকে কিছু না বলেই খালি ২ লিটারের ৪ টা পানির বোতল বেঁধে তৈরি করলাম আমার ১বছর ২ মাসের মেয়েটিকে ভাসিয়ে রাখার জন্য Emergency Survival Device। বাকি দুটো বাচ্চাকে খালি গায়ে রেডি করলাম, আর আমিতো শর্টস পড়াই। আমার ৩৭ বছরের জীবনে যা কখন দেখিনি বা শুনিনি, সেটাই ঘটল এর পরে। লঞ্চের এনাউন্সমেনট লবি থেকে মাইকে বারবার ঘোষনা হতে থাকল আপনারা সবাই দোয়া ইউনুস পড়েন, ইনশাল্লাহ কিছু হবেনা এর পরই লঞ্চ থেকে উত্তাল নিকস কালো মেঘনার বুকে কেউ একজন মাইকে আজান দিলেন আল্লাহু আকবর... ৩ মিনিট মাক্সিমাম, নদী ঠাণ্ডা- পদ্ম পুকুরের ন্যায়। আমি কেবিনে গিয়ে ঘুমিয়ে পরলাম, মনে মনে বললাম আল্লাহ তুমি মহান- Sometimes miracle happen.
Posted on: Tue, 22 Jul 2014 08:25:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015