সিরিয়াল প্রেমিরা দূরে - TopicsExpress



          

সিরিয়াল প্রেমিরা দূরে থাকুন কারণ এতে অ্যালার্জির উদ্রেক হতে পারে। এই সতর্কবাণী পড়া সত্তেও যদি পড়েন তাহলে গালাগালি করে নিজের বংশপরিচয় দিবেন না। আর বিশাল বিরতির পর লিখতাছি, তাই যান্ত্রিক ত্রুটি হওয়াটা স্বাভাবিক। -------------------সমালোচনা-------------------- ঈদের ইত্যাদিতে এইবার এমন অনেক কিছুই প্রদর্শিত হইয়াছে যার প্রতিক্ষায় অনেকদিন থাকিয়া ছিলাম। এখানে সিরিয়াল প্রীতিসহ আরও অনেক বিষয় আলোচিত হয়েছিল। আজকে শুধু সিরিয়াল নিয়ে আলোচনা হবে। সিরিয়ালের প্রীতি, তার রীতি নীতি দর্শন, বাস্তবে উহার নিয়মিত প্রদর্শনে উৎফুল্ল ছিলেন, আছেন এবং থাকবেন ভাঙ্গাদেশের থুক্কু বাংলাদেশের বহু নারী এবং তথাকথিত নারীরূপী পুরুষ (যে সকল পুরুষ সিরিয়াল দেখে আমার চোখে তাহারাও নারী)। এখন অনেক নারী মনে করতে পারেন আমি হয়ত তাহাদের সত্তাকে অপমান করিচ্চি। সো এই জায়গাটা পরিষ্কার করা দরকার। আধুনিক গবেষণা মতে (গবেষকটা ১চুয়ালি আমিই) মানুষ ৪ প্রকারের। যথা : ১) পুরুষ ২) মহিলা/নারী/মাইয়া ৩) বিশেষ প্রজাতির হাইব্রিড নারী/মাইয়া ৪) (৩) নং এর অনুরূপ কিছু পুরুষ। আমার বক্তব্য ৩) ও ৪) নং পাবলিকদের জন্য। এইবার আসি মূল কথায়। সিরিয়াল প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের জানতে হবে সিরিয়াল কাকে বলে? সংজ্ঞা : যেসকল ক্ষুদ্র নাটককে খাওয়াইয়া খাওয়াইয়া বিভিন্ন পদের অহেতুক মাল-মশলা দিয়া সাজাইয়া অসহ্যকর কুখাদ্যে পরিণত করিয়া বছরের পর বছর ১টি নির্দিষ্ট সময়ে পরিবেশন করিয়া ৩ ও ৪নং প্রজাতিদের মনোরঞ্জন করানো হয় এবং (১) ও (২) নং প্রজাতিদের ঘুম, কাজে, মানসিক শান্তিতে আগুন বা ব্যাঘাত যাই বলি না কেন লাগানো হয় তাহাকে সিরিয়াল বলে। আজকে শুধু সিরিয়াল নিয়া আলোচনা হবে। next পর্বে বাকিগুলা নিয়া। হ্যাঁ যেখানে ছিলাম.... সিরিয়ালের Side effects বা পার্শ্বপ্রতিক্রিয়া : সিরিয়াল এমন এক অবৈজ্ঞানিক আবিষ্কার যার প্রভাব সুদূরপ্রসারী। কিছু উল্লেখযোগ্য দিক দেয়া হলো - ১) সিরিয়ালে প্রদর্শিত নানা কৌশলের ষড়যন্ত্র নারীরা তাদের বাস্তব জীবনে Apply করে থাকে। ফলস্বরূপ পারিবারিক অশান্তি নেমে আসে এবং blah blah......... ২) স্বামীদের উপর গোয়েন্দাগিরি, সন্দেহ করার অভিনব কৌশল সিরিয়ালে প্রদর্শিত হয় যা প্রয়োগ করে একজন নারী খুবই উপকৃত হন আর বেচারা স্বামীর জীবনে নেমে আসে অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ, হয়রানি, যন্ত্রণা যার ঔষধ আবিষ্কারে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। ৩) কবি বলেছেন, পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস।।পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস.....তারপরে ভুইলা গেছি। যাইহোক, নারীরা সিরিয়াল দেখার মাধ্যমে উক্ত কবিতায় বলা বৃথা চেষ্টার পুনরাবৃত্তি করে থাকেন বার বার। যদিও এতে নারীরা আপাতদৃষ্টিতে মনে করেন নিজেদের সার্থক, কিন্তু আসলে তারা গাধার চেয়েও নিম্ন। ৪) একই জিনিষ ৩ বার করিয়া করার প্রবণতা সৃষ্টি হয়। সিরিয়ালে যেমন মাঝেমধ্যেই একই জিনিষ ৩ বার দেখানো হয় ঠিক তেমনিও তারা তা করার চেষ্টা করেন। ৫) তারা তাদের বরের সাথে যা কিছুই করে তা সিরিয়ালের অনুরূপ করার চেষ্টা করে। বরের রাগ ভাঙানো থেকে শুরু করে সবকিছুই এর অন্তর্গত। এতে করে বর বিরক্তি ছাড়া আর কোন সত্তার অস্তিত্ব টের পায় না। আহারে বেচারা, মনে মনে হয়ত কয় কি বিয়ে করলাম, এর লগে সংসার করা আর আজরাইলের লগে ঘর করা এক জিনিষ। ৬) কিভাবে কোমর বান্ধিয়া অহেতুক ঝগড়া করা যায় তার ফুল প্রুফ ট্রেনিংটাও দেয়া হয় সিরিয়ালে। ৭) পরকীয়া করার অভিনব সব কৌশল শেখানোর ক্ষেত্রে সিরিয়াল অনেক কার্যকরী ভূমিকা পালন করছে। আরও আছে কিন্তু এখন মনে পড়তেছে না। যাইহোক, পরিশেষে এটাই বলব, সিরিয়াল নামক ছোঁয়াচে, ভয়াবহ, অনারোগ্য ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখতে হলে অবিলম্বে সকল ভারতীয় হিন্দি, বাংলা, উর্দু, তামিল, তেলেগুসহ যা আছে সকল প্রকার সিরিয়ালের চ্যানেল উৎখাত করা দরকার কারণ এই সিরিয়াল আর AIDS এর মধ্যে কোন পার্থক্য নেই। To Be Continued....... Written By : Blackhole (Blacklight)
Posted on: Sat, 30 Aug 2014 04:57:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015