সিলেটি ভাষায় কিছু - TopicsExpress



          

সিলেটি ভাষায় কিছু ইংরেজি শব্দ > Start = আরম্ব । > wait = দম লও। > what = কিতা, কিতাবা, কিতারে । > Come here = ওবায় আউক্কা, ওবায়দি আও । >coming = আরাম, আইয়ার। >going = যারাম, যাইয়ার। > Sit = বও, বউক্কা, বওবা । > Speak = মাতো। > yes = জিওয় । > boy = পুয়া । > girl = পুড়ি। > Search = তুকাও । > Slowly = লায় লায় । > Suddenly = আখতা । > Bed = ফালং । > Cat = বিলাই, মেকুর । > Dog = কুত্তা, কুকরর । > where = কিয়ানো, কুনানো, কানো । > Dont touch = ছইওনা, ছইবায়না । > kitchen = উন্দাল । > kick = উশটা । > goat ছাগল, ছাগু, ছাগি। > get lost = লইরা মর । > who are you = তুই কিগুবে, তুইন কিগুরে >he = হে, হিগু > they are = হিগুইন, হিগুইনতে আপনারা এভাবে কুমিল্লার আঞ্চলিক ভাষাগুলো কমেন্টে লিখুন। দেখি কে কতগুলো লিখতে পারেন!
Posted on: Tue, 26 Aug 2014 14:26:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015