সকাল সাঁঝে ধায় যে ওরা - TopicsExpress



          

সকাল সাঁঝে ধায় যে ওরা নানা কাজে আমি কেবল বসে আছি আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল সাঁঝে এ পথ বেয়ে সে আসে তাই আছি চেয়ে কতই কাঁটা বাজে পায়ে কতই ধুলা লাগে গায়ে মরি লাজে সকাল সাঁঝে ... HAPPINESS IS A PERSONAL DECISION .... Shyamal Good Morning My Friend ... Have a Wonderful Day Ahead .... CoooooL
Posted on: Tue, 16 Dec 2014 04:41:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015