সখীপুরে সন্ত্রাসী - TopicsExpress



          

সখীপুরে সন্ত্রাসী হামলায় কলেজছাত্রসহ ৪জন গুরুতর আহত টাঙ্গাইল বার্তা ডেস্ক: সখীপুর মুজিব অনার্স কলেজ থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় ২ কলেজ ছাত্রসহ ৪জন গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছে- শিশির, কামাল, মনির ও পলাশ। শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। তাদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত শিশিরকে সাভার এনাম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, শনিবার দুপুরে মনির ও পলাশ মুজিব কলেজ থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে কলেজের পূর্বপাশে আসলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা বিপ্লব, মামুন, একাব্বর,টয়নিক, শাওন, সালামত, মঞ্জুসহ ৮-১০জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এরপর হামলাকারীরা স্থানীয় কীর্তনখোলা চৌরাস্তা বাজারে অবস্থান নেয়। হামলার খবর পেয়ে মনির ও পলাশের অভিভাবক কামাল ও শিশির ঘটনাস্থলে যাবার পথে সন্ত্রাসীরা তাদেরও গতিরোধ করে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে সখীপুর থানায় মামলা হয়েছে।
Posted on: Sun, 07 Jul 2013 07:04:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015