সত্য ঘটনা অবলম্বনে একটা - TopicsExpress



          

সত্য ঘটনা অবলম্বনে একটা মজার কৌতুক... আস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে ওয়ানডে ম্যাচ হয়েছিল ২০০২ সালে ক্রিকেটের সবচেয়ে বড় মাঠ মেলবোর্নে। টস জিতে আস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খেলা শুরু হলে ব্যাটিং ওপেন করতে নামেন মাইকেল ক্লার্ক এবং মাথু হেইডেন। বল করলেন জাহির খান। ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক। বল মাইকেল ক্লার্ক এর ব্যাট লেগে ফিল্ডার সৌরভ গাঙ্গুলির দিকে বাউন্ডারির জন্য এগিয়ে যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি বল এর পিছনে ছুটছেন... সৌরভ গাঙ্গুলি মনে মনে ভাবলেন বল তো বাউন্ডারিতেই চলে যাবে তাই একটু ধীরে ধীরে যাই। কিন্তু দুর্ভাগ্যবসত বল বাউন্ডারির কাছে গিয়ে আটকে গেলো! সৌরভ গাঙ্গুলি পিছনে ফিরে দেখেন মাইকেল ক্লার্ক এবং মাথু হেইডেন ইতিমধ্যে ৫ রান নিয়ে ফেলেছেন! সৌরভ গাঙ্গুলির রাগ এবং ঘুসার বিগারে বল লাথি মেরে বাউন্ডারি পার করে দিয়েছেন। এখন রান হলো ৪! হাহাহাহা।
Posted on: Wed, 10 Jul 2013 17:39:53 +0000

Recently Viewed Topics




© 2015