সবাই দেখি বিশ্বকাপ নিয়ে - TopicsExpress



          

সবাই দেখি বিশ্বকাপ নিয়ে নিজেদের চিন্তা ভাবনা তুলে ধরছেন ......আমরা বাদ যাব কেন ! .. # Batsmen who have to take the responsibility : ময়না , মুশি , রিয়াদ , তামিম আমাদের মোস্ট সিনিয়র চার জন প্লেয়ার ... আসল দায়িত্ব নিতে হবে তাদের কেই .. অস্ট্রেলিয়া-newziland কন্ডিশনে ভালো করার অভিজ্ঞতা আছে . ... মুশি দলের টেকনিকেলি মোস্ট সাউন্ড ব্যাটসমান .. কাজেই মেইন কাজটা করতে হবে তাদেরি .. সাথে অন্য ব্যাটসমান দের একটু সাহায্য ... ব্যাস তাইলেই হবে ... জিম্বাবুয়ে সিরিজ ই সুযোগ.. এর মধ্যে টিম কম্বিনেশন ঠিক করে ফেলতে হবে ... মুক্তার আলি , নাসির , সাব্বির , জিয়া , নায়েম দের আরেকবার বাজিয়ে দেখতে হবে ,, কারণ এর পর আর একটি tri-nation সিরিজ ছাড়া আমাদের আর কোনও খেলা নাই .. সবাই জ্বলে উঠতে পারলে যে কোনও বোলিং attack কে আমরা challenge করতে পারবো # পেসার : ইনজুরি মুক্ত মাশরাফি , তাসকিন , আল- আমিন কে নিয়ে আমাদের পেস attack অনেক শক্তিশালি..সাথে শফিউলের বর্তমান ফর্ম সপ্ন দেখাচ্ছে আমাকে .... আর রুবেল মামতো আছেই .. পুরানো বলে কিন্তু যথেষ্ট কার্যকারী .. দায়িত্ব তাদের নিতেই হবে .. কারণ ঐ উইকেটে ওরাই আমাদের ভরসা . # Spiner : একমাত্র সাকিব ছাড়া আর কারো উপর ভরসা রাখতে পারছি না .. কারণ ঐ কন্ডিশনে যে আমরা বড্ডো বেমানান .. সানিকে জিম্বাবুয়ের সাথে দলে রাখা হয়েছে .... একটা ভালো উদ্যোগ .. শুধু অভিজ্ঞতার দোহাই দিয়ে রাজ্জাক কে দলে রাখার চেয়ে আরাফাত অনেক বেটার .. আশা করি সে নিজেকে প্রমাণ করবে ... সাথে জুবায়ের যদি আরেকটু economical হতে পারে তাইলে ভালও হয় ... তাইলে মোটামুটি strong বোলিং attack নিয়ে আমরা অস্ট্রেলিয়া যেতে পারবো # তবে আমাদের সব চেয়ে বেশি দরকার ২০১২-১৩ সালের সেই হার না মানা মানসিকতাটা .. তাইলেই হবে . সো আপনি স্বপ্ন দেখতেই পারেন তবে অবশই বাস্তবতা মাথায় রেখে ( মনে রাখবেন খেলা কোথায় হবে..আর ঐ খানে আমাদের উপমহাদেশের দল গুলোর রেকর্ড কেমন ) বি এ পাংখা অফ বাংলাদেশ ক্রিকেট টিম
Posted on: Thu, 20 Nov 2014 06:28:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015