সবাই নিজের প্রেমিকাকে - TopicsExpress



          

সবাই নিজের প্রেমিকাকে আলাদা আলাদা নাম দিয়ে থাকে। লাইলী, বিলকিস, ময়না, টিয়া, সোনা, পাখী, জানেমান এর যুগ পেরিয়ে এখন প্রেমিকাদের নামের মধ্যে বেশ পরিবর্তন এসেছে। এখনকার নামগুলো একটু আপডেটেড। তবে বাবু ও জান নাম দুইটা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মত এখনো স্বমহীমায় রয়ে গেছে। অনেকে প্রেমিকাকে খুশি করার জন্য দুর্দান্ত সব কাব্যিক নাম ব্যবহার করছে। অনেকে আবার সাহিত্যের রস নিংড়ে বের করে নিজের প্রেমিকার নাম। যেমন: বিলাসী, হেমন্তী, দ্বীপাবলি আরো কত কি! তবে মজার বিষয় হল আমরা এইসব নাম দেখি বন্ধুদের মোবাইলে। তারা নিজেদের প্রেমিকাকে যে নামে ডাকে সেইনামেই মোবাইলে তাদের নাম্বার সেভ করে রাখে! আমার এক বন্ধু তার প্রেমিকাকে নীলপরী নীলাঞ্জনা বলে ডাকে। আরেকজন তার প্রেমিকাকে ডাকে টুইঙ্কেল নামে। আরেকজন আছে সে ডাকে সোনার তরী নামে। এক বড় ভাই তার প্রেমিকাকে ডাকে কেট। এইটা মনে হয় কেট উইন্সলেট এর নামের অর্ধেক। আরেক বড় ভাই ডাকে মিয়াও, আরেকজন আবার ডাকে সরাসরি বিল্লী ! ভার্সিটির এক জুনিয়রকে দেখছিলাম তার প্রেমিকার নাম মোবাইলে সেভ করছে ওয়াইল্ড বেবি নামে। আরেকজন তার প্রেমিকার নাম মোবাইলে সেভ করেছিল অদ্ভূত সেই মেয়েটি নামে! তবে নামের এই আধুনিকায়নের যুগে আজ আমি এমন একজনের দেখা পেয়েছিলাম যে তার মোবাইলে তার প্রেমিকার নাম সেভ করেছে Battery Low... এই নামে! আমি তো এটা দেখেই অবাক! Battery Low... কারো নাম হতে পারে? তাও আবার প্রেমিকার নাম! কিভাবে সম্ভব? সম্ভব! সে বলল তার বাসায় প্রেম করা খুব কঠিন। বাবা মায়ের কাছে ধরা খেলে সমস্যা আছে, আর বাবা মাও তার মোবাইল চেক করে মাঝে মাঝেই। কল আসলে দেখে কে কল দিল। তাই সে তার প্রেমিকার নাম Battery Low... দিয়ে সেভ করেছে। যদি তার অবর্তমানে তার প্রেমিকা ফোন দেয় তাহলে ফোনে টুট টুট শব্দ হয় আর স্ক্রিনে ভাসে Battery Low...! আর তখন বাবা-মা যেই থাকুক মোবাইলটা নিয়ে ছেলের হাতে দিয়ে বলে, নে তোর মোবাইলে লো ব্যাটারী সিগন্যাল দিচ্ছে, চার্জ দে! কি বুদ্ধি মাইরী!!
Posted on: Fri, 05 Sep 2014 06:21:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015