সবাইকে শুভেচ্ছা । এটা - TopicsExpress



          

সবাইকে শুভেচ্ছা । এটা আমার প্রথম status । আমরা যারা প্রথম programin Language শিখি প্রথম দিকে অনেকেই কিছুই বুঝতে পারি না । যেটা আমার ক্ষেত্রেও হয়েছে । ক্লাসে স্যার অনেক সুন্দর ভাবে বোঝালেও আমাদের আগে কোণ অভিজ্ঞতা না থাকাই বুঝতে পারি না । তাই ক্লাসে মনোযোগি হওয়া সহকারে বাজার থেকে c & C++ এর বাংলা বই কিনে নিই, বাংলা version বই আর English Version বই গুলোতে পাঠক্রম একই ভাবে সাজানো থাকে তাই প্রথমে বাংলায় কেণ একটা Topics পড়ে নিয়ে সাথে সাথে English Versione পড়ে নিই তাহলে Topics টি খুব ভাল ভাবে বুঝতে পারি। তবে programming এর বাংলা বই এর প্রতি বেশী নিরভরশীল না হওয়াই ভালো ।
Posted on: Wed, 29 Oct 2014 18:31:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015