সবিনয় নিবেদন বাংলাদেশের - TopicsExpress



          

সবিনয় নিবেদন বাংলাদেশের বই প্রকাশকদের কাছে অতীব দুঃখের বিষয় আমরা প্রকাশকরা ও লেখকরা স্বাধীনতার ৪৩ বছরেও বাংলা বই এর ISBN নম্বরগুলো সঠিক ভাবে আন্তর্জাতিক স্বীকৃতি বা রেজিস্ট্রেশন তালিকা ভূক্তি করতে পারি নাই। তাই ইন্টারনেটএ ISBN নম্বর ইনপুট দিয়ে লেখক ও প্রকাশকের নাম, বইটির স্বত্তাধিকারী, প্রকাশকাল ও কোন ভাষায় বইটি প্রথম মূদ্রিত – কিছুই পাওয়া যায় না। তাছাড়া বাংলা বইয়ের কোনো তালিকাও নাই (মেটাডাটা) ও আমরা ভুয়া বারকোডে বই প্রকাশ করি, ফলে বিদেশীদের বাংলা বইয়ের কোনো তথ্যই পাওয়ার সুযোগ নাই। এটাই সুনির্দিষ্ট কারণ আন্তর্জাতিক বাজারে বাংলা বইয়ের পরিচিতি না পাবার। তাছাড়া আর্কাইভ লাইব্রেরি আগারগাঁও থেকে নেয়া আপনাদের ISBN নম্বরগুলো সঠিক ভাবে আন্তর্জাতিক ডাটায় তালিকা ভুক্ত নয়, তাও প্রমান করব। আমি সুনির্দিষ্ট গঠনমূলক সমালোচনা এবং এর প্রতিকারের আলোচনা করব ১৩ই ডিসেম্বর ২০১৪ শনিবার, সকাল ১০:৩০মিনিটে, ৩ নং লিয়াকত এভিনিউ বাংলাবাজারে ঢাকায় - বাপুস Bangladesh Publishers & Booksellers Association [BPBA] এর প্রধান কার্যালয়ে। দয়া করে মনে রাখবেন যে Academic and Creative Publishers Association [ACPAB] এবং Bangladesh Publishers & Booksellers Association [BPBA] দুটোই বাংলাদেশে বই প্রকাশকদের ‘Collective Management Organization’ [CMO]। তাই উভয় সমিতির সদস্যদের একত্রেই কাজ্ করতে হবে - নয়তো আমরাই ক্ষতিগ্রস্থ হবো। কে সৃজনশীল? কে একাডেমিক? এইসব বিতর্কে বিভক্ত হব না আমরা। আমরা সমষ্টিগত ভাবেই বাংলা বইয়ের আন্তর্জাতিক স্বীকৃত ISBN চাই। যোগাযোগ: রুকুনউদ্দিন আহম্মদ ম: ০১৮২১১০০৩১৩ লিংক অফ প্রেস এন্ড প্রটেস্ট lnkd.in/bTgqa8M Sent from my iPhone
Posted on: Sun, 07 Dec 2014 10:11:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015