সবার মুখেই শুনিনারীরা - TopicsExpress



          

সবার মুখেই শুনিনারীরা মায়ের জাত,বোনের জাত,তাদের শ্রদ্ধা করুন,তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিন । এতে আমার কোন OBJECTION নেই । আমি ও এটা স্বীকার করি এবং এর ওপর আমল করার চেষ্টা করি । কিন্তু দুঃখ শুধু একটাই। আজ পর্যন্ত কেউ বলল না- পুরুষরা বাপের জাত,ভাইয়ের জাত,তাদের প্রাপ্য সম্মান দাও । নারীদের ভূমিকা বোঝাতে আবৃত্তি করা হয়- বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর । এখানে নর শব্দটা যেন চোখেই পড়ে না । নারী নির্যাতনের মডেলরূপী এ দেশে হয়ত কথাগুলো বড়ই বেমানান । কিন্তু যখন একটা মেধাবী ছেলে পড়ার খরচ যোগাতে না পেরে রিকশা নিয়ে বের হয়তখন এগুলো আর অযথা বিষয় নয় । ধনী গরিব নির্বিশেষে মেয়েরা যে উপবৃত্তি পায় বেশির ভাগ মেয়ের ক্ষেত্রেই সেটা খরচ হয় মোবাইল,চটপটি,ফু ­চকা সহ আরো নানান সৌখিনতায় । অথচ এই টাকাটা পেলেই হয়ত সেই ছেলেটিকে রিকশা নিয়ে পথে নামতে হত না,দিনমজুরি করতে হত না । এরপর রইল সম্মানের কথা । মেয়েদের সম্মানেরঅনেকটাই ­ নির্ভর করে তাদের নিজেদের উপরই । পর্দার কথা বললেই,আমিকেন পর্দা করব!?! তোমার ছেলেকে বল দৃষ্টিসংযত করতে-এই শ্লোগানে মাঠে নামেন কেউ কেউ । যত সংশোধন পুরুষদের জন্যই । অবশ্যই এগুলো প্রয়োজন । কিন্তুতাই বলে ভুলে গেলে চলবে না টিনের চালায় ফুটো থাকলে বৃষ্টির পানি আসবেই,বৃষ্টির একার দোষ নয় এটা । তাই আমাদের উচিত এসব বিষয় খতিয়ে দেখা । মানিকগঞ্জের ঐ মেয়েটির ধর্ষণের ঘটনায় তার বান্ধবীর ই অগ্রণী ভূমিকা ছিল । বলা যায়- SHE IS ALSO A RAPIST.......তা ­ ই সরকারের এবং আমাদের সকলেরই উচিত প্রতিটি বিষয় সূক্ষ্নভাবে খতিয়ে দেখা। একতরফাভাবে যে কোন দিকেই মগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার মাইলফলক । (বি.দ্র. এটা কোন নারীবিরোধী পোস্ট নয় । তবু ও ত্রুটি থেকে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখ)
Posted on: Mon, 22 Sep 2014 23:36:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015