সময়টা গতকাল - TopicsExpress



          

সময়টা গতকাল সন্ধ্যাবেলা.... ক্রিকেট খেলে বাসায় ফিরছিলাম। রিক্সায় উঠলাম,ব্যাট হাতে ছিলো। রিক্সাওয়ালা আমার বয়সি মনে হল। সে জিজ্ঞেস করল, ভাই কি ক্রিকেট খেলে আসলেন? আমি - হ্যাঁ.. রিকশাওয়ালা আর কিছু না বলে চালাতে শুরু করলো। একটু পর আবার জিজ্ঞেস করল, ভাই, ফেনীতে ভালো ব্যাট কোথায় পাওয়া যায়? আমি খানিকটা অবাক্ হলাম এবং কোথায় পাওয়া যায় জানালাম। সে বললো - ও আচ্ছা, ভাই আপনি কিসে পড়েন? আমি - ইন্টার সেকেন্ড ইয়ার রিক্সাওয়ালা - ও, আপনাদের টেস্ট. পরীক্ষা হয়ে গেছে ভাই? আমি (অবাক হয়ে) - না, ২১ তারিখ শুরু, আপনি কি পড়ালেখা করেন? রিক্সাওয়ালা - হ্যাঁ, অ্যামিও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি!! আমি - কি? আপনার বাড়ি কোথায়? রিকশাওয়ালা - আমার বাড়ি খুলনা ভাই আমি - এখানে কি করেন? পড়ালেখা নাই? রিকশাওয়ালা -আছে তো ভাই, কলেজ বন্ধ দিছে পরীক্ষার সিট পড়ছে, তাই আসছি ফেনীতে রিকশা চালাতে আমি - আপনার সমস্যা কি? কোন বিভাগে পড়েন? রিকশাওয়ালা - আর্থিক সমস্যা ভাই, বাবা বলছে, পড়তে হলে নিজের টাকায় পড়, আমি এক টাকা দিতে পারব না। তাই এখানে রিকশা চালাতে আসি মাঝে মাঝে ২/৩ সপ্তাহের জন্যে। আর ভাই, আমি সাইন্স এ পড়ি আমি - আপনি কি খুলনাতেও রিক্সা চালান? রিকশাওয়ালা - না ভাই, লজ্জা লাগে নিজের এলাকায়ও রিকশা চালাতে, এমনি সব কাজ করি আর কিছু মুখ দিয়ে আসতেছিল না, অবাক হয়ে ভাবতে থাকলাম। আমি কতো বড় অপদার্থ! মধ্যবিত্ত ফ্যামিলি তে বড় হয়েও জীবনে খুব কম ইচ্ছাই অপূর্ণ রাখছে আমার মা-বাবা। যা চাইছি, পাইছি সব। না পেলেই মন খারাপ করে থাকি। অথচ আমার সমবয়সী এই রিকশা চালক বুঝতে পারতেছে জীবন কতো কঠিন! এসব ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেলাম। রিক্সাওয়ালা বললো, ভাই কি চিন্তা করেন? আমার কথা শুনে খারাপ লাগলো? কি করবো বলেন ভাই, ভাগ্য আমাকে আজ এই জায়গায় আনছে,আমার ইচ্ছা পড়ালেখা করে কিছু একটা করতে পারা, ইনসাল্লাহ পারবো, দোয়া রাখবেন ভাই আমি মুখ বন্ধ করে শুনলাম, পকেটে ৩৫টাকা ছিলো, ভাড়া ২০ টাকা হলেও ৩৫টাকাই দিয়ে দিলাম, নিতে চাইল না সে, তবু দিলাম। জীবনে একটা বাস্তব শিক্ষা পেলাম। আল্লাহ যেমন রেখেছে,খুব ভালো রেখেছে - লিখা: আমি স্বাধীন
Posted on: Thu, 14 Nov 2013 18:47:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015