সর্বকালের সেরা ১১ জন - TopicsExpress



          

সর্বকালের সেরা ১১ জন ফুলব্যাকঃ (সূত্রঃ মার্কা) ১. রবার্তো কার্লোস (ব্রাজিল) : ব্রাজিলের হয়ে ১২৫ ম্যাচে ১০ গোল । ২০০২ সালের বিশ্বকাপজয়ী । সম্ভবত ইতিহাসের সবচেয়ে সেরা অ্যাটাকিং ফুলব্যাক । ২. মালদিনি (ইতালি) : একজন সুঠাম দেহের অধিকারী । ইতালির হয়ে ১২৫ ম্যাচে ৭ গোল করেছেন । কিন্তু দেশের হয়ে কিছু জেতেন নি । ৩. কাফু (ব্রাজিল) : একজন লিজেন্ড । ব্রাজিলের হয়ে ১৪২ ম্যাচে ২ গোল করেছেন । ডিফেন্সে যেমন পারদর্শি তেমনি ফরোয়ার্ডেও । ১৯৯৪ এবং ২০০২ সালের জিতেছেন বিশ্বকাপ । ৪. ফাচেত্তি (ইতালি) : ফুলব্যাক হিসেবে ছিলেন ১.৯১ মিটার লম্বা এই প্লেয়ার লেফটব্যাক পসিশনের চেহেরাই পালটে দিয়েছিলেন । ১৯৬৮ সালে জিতেছিলেন ইউরো । ৯৪ ম্যাচে ইতালির হয়ে করেছিলেন ৩ গোল । ৫. নিল্টন সান্তোস (ব্রাজিল) : দুইবারের বিশ্বকাপজয়ী । ইতিহাসের অন্যতম লেফটব্যাক । ব্রাজিলের হয়ে ৭৫ ম্যাচে করেছিলেন ৩ গোল । ৬. দালমা সান্তোস (ব্রাজিল) : ১৯৫৮ থেকে ১৯৬২ পর্যন্ত ছিলেন ব্রাজিলের ফুলব্যাক । অ্যাটাক আর ডিফেন্সের সমন্বয় ছিল তার মাঝে । ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচে করেছেন ৩ গোল । ৭. কার্লোস আলবার্তো (ব্রাজিল) : ব্রাজিলের হয়ে ৫৪ ম্যাচে করেছেন ৮ গোল । গোল করার দুর্দান্ত ক্ষমতা ছিল তার মাঝে । ১৯৭০ সালের বিশ্বকাপ জিতেছিলেন । দারুণ ড্রিবলার ছিলেন । নিতে পারতেন ভাল ক্রেকিং শট । ৮. কার্ল হেইঞ্জ শেনিলিংগার (জার্মানি) : জার্মানির হয়ে ৫৭ ম্যাচে ১ গোল করেন । তার নিক নেম ছিল ভক্সওয়াগেন । খেলতেন লেফট ব্যাক হিসেবে । ১৯৫৮,১৯৬৬ এবং ১৯৭০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন । ৯. ব্রেমে (জার্মানি) : জার্মানির হয়ে ৮৬ ম্যাচে করেছিলেন ৮ গোল । ব্রেমের করা পেনাল্টি গোলে ১৯৯০ সালের বিশ্বকাপ জিতেছিল জার্মানি । ১০. জানেত্তি (আর্জেন্টিনা) : দুই পাশেই খেলতে পারেন । আর্জেন্টিনার হয়ে ৫ গোল করেছেন ১৪৫ ম্যাচ থেকে । ১১. জুনিয়র (ব্রাজিল) : ৭০ ম্যাচে করেছেন ৯ গোল । তার মন স্থির থাকত সবসময় গোল করার প্রতি । ১৯৭০ থেকে ১৯৯৪ এর মাঝামাঝি খেললেও জেতা হয় নি কোন বিশ্বকাপ ।
Posted on: Sun, 08 Sep 2013 16:08:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015