সহিহ আত্ তিরমিজি :: - TopicsExpress



          

সহিহ আত্ তিরমিজি :: ক্রয়-বিক্রয় অধ্যায় অধ্যায় ১৪ :: হাদিস ১২১০ ইয়াহইয়া ইবন খালফ (র) ........ রিফাআ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, তিনি একবার নবী ﷺ-এর মঙ্গে ‘‘মুসাল্লা’’-এর দিকে গেলেন। নবী ﷺ দেখলেন, লোকেরা বিকি-কিনি করছে। তখন তিনি বললেন, হে ব্যবসায়ীগণ, তারা সকলেই রাসূলূল্লাহ্ ﷺ-এর প্রতি সাড়া দিল এবং তাদের ঘাড় ও চোখ তুলে তাঁর দিকে তাকাল। তিনি বললেন, ব্যবসায়ীদের কিয়ামতের দিন ফাজির ও পাপীরূপে উত্থিত করা হবে। তবে সে ব্যতীত, যে আল্লাহকে ভয় করেছে, নেক আমল করেছে এবং সত্য অবলম্বন করেছে। ইমাম আবূ ঈসা (র) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। এ সনদে ইসমাঈল ইবন উবায়দ ইবন রিফাআর স্থলে ইসমাঈল ইবন উবায়দুল্লাহ্ ইবন রিফাআ-ও উল্লেখ করা হয়। -------------------------------------------------------------------------------- Jami at-Tirmidhi :: What Has Been Related About Those Who Deal In Trade And What The Prophet (S) Called Them Part 14 :: Hadith 1210 Narrated Ismail bin Ubaid bin Rifaah: From his father, from his grandfather, that he went with the Messenger of Allah (sallallahu alaihi wa sallam) to the Musalla, and he saw the people doing business so he said: O people of trade! and they replied to the Messenger of Allah (sallallahu alaihi wa sallam) turning their necks and their gazes towards him, and he said: Indeed the merchants will be resurrected on the Day of judgement with the wicked, except the one who has Taqwa of Allah, who behaves charitably and is truthful. [Abu Eisa said:] This Hadith is Hasan Sahih. And they also say Ismail bin Ubaidullah bin Rifaah.
Posted on: Sat, 18 Oct 2014 10:26:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015