সহজে তথ্যে খুজে পাওয়ার - TopicsExpress



          

সহজে তথ্যে খুজে পাওয়ার জন্য আমরা সার্চ ইঞ্জিন ব্যাবহার করি। কিন্তু অনেক সময়েই দেখা যায় আমরা যা খুজছি তা ঠিক খুজে পাচ্ছি না। বিশেষ করে যখন এসাইনমেন্ট করতে যাই অথবা নির্দিষ্ট কোন সমস্যার সমাধান খুজতে যাই। অথবা দেখা যায় কোন একটা পি ডি এফ বা ভিডিও খুজছি কিন্তু কোন ভাবেই খুজে পাচ্ছি না। মাঝে মাঝে তখন তথ্যের এই মহা-সমুদ্রে হাবু ডুবু খাওয়া ছাড়া আর কিছুই মনে হয় করার থাকে না। অথচ এই সমস্যা গুলোর খুব সহজ সমাধান আমাদের হাতের কাছেই। আমরা যদি সার্চ ইঞ্জিন কে আরো একটু ভালভাবে ব্যাবহার করতে জেনে যাই তাহলে দেখবো সব তথ্যই আমাদের হাতের মুঠোয়। আমরা সবাই গুগল কে ভালোবাসি । কেননা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল । অনেক লোক এটি ব্যাবহার করে । অনেকে এটি কে শুধুমাত্র তাদের ব্রাউজার এর ডিফালট সার্চ ইঞ্জিন হিসেবেই ব্যাবহার করে না ,তাদের হোমপেজ হিসেবেও ব্যাবহার করে । গুগলের এই সফলতার পেছনে রয়েছে কিছু ভাল কারন । গুগল শুধু একটি সার্চ ইঞ্জিনই নয় , একটি স্মার্ট সার্চ ইঞ্জিন ।এটি সব বর্তমানকেই তালিকা করে না বরং আর বেশি কিছু করে । আপনি যদি এমন লোক হন যিনি সার্চ ইঞ্জিন এ কিছু অন্যরকম কী-ওয়ার্ড দ্বারা সার্চ করেন , তাহলে এই পোস্ট টা আপনার জন্য সহায়ক হবে । আপনি বর্তমানে আদিমভাবে সার্চ ইঞ্জিন ব্যাবহার করছেন । কিন্তু এখন তো আর আগের সময় নেই । আর এইজন্য গুগল কিছু সুবিধা যুক্ত করেছে্ন। যা ব্যাবহার করে আপনি হতে পারবেন স্মার্ট গুগলার । তাই কিছু সার্চ টিপস দেওয়া হল যাতে সারচিং করতে আপনার কিছু সময় বাচে এবং তারাতারি সার্চ করতে পারেন সিমিলার সার্চঃ অনেক ক্ষেত্রে আপনি একটি কি-ওয়ার্ড এর সিমিলার বা আনুরুপ ওয়ার্ড পান না । এ ক্ষেত্রে আপনি এই (~) ব্যাবহার করতে পারবেন ।যেমন আপনি ওয়ার্ডপ্রেস এর টিউটোরিয়াল খুচ্ছেন । এ ক্ষেত্রে আপনি ব্যাবহার করবেনঃ WordPress ~tutorials This will bring up WordPress guides, resources, manuals, বিস্তারিত সার্চঃ আপনি যদি একই সব্দের সাথে সম্পৃক্ত শব্দের সার্চ রেসাল্ট জানতে চান , তাহলে (“) ব্যাবহার করতে পারবেন । যেমন- “my blogger tricks” একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণঃ (-) ব্যাবহার করে আপনি একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ করতে পারবেন । যেমন -আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলোর রেজাল্ট লিষ্টে ফেসবুক বাদে অন্যগুলোর দেখতে চান তাহলে এইভাবে লিখুনঃ Social media – Facebook অথবা বিবৃতি আপনি যদি শুধুমাত্র দুই কিওয়ার্ডের রেজাল্টসমুহ লিষ্টে পাতে চান তাহলে দুই শব্দের মাঝে অর বসালে আপনাকে দুই শব্দেরই রেসাল্ট দেখাবে । যেমন- Facebook OR Twitter নির্দিষ্ট সাইট খোঁজাঃ আপনি যদি নির্দিষ্ট সাইট এর ইনফরমেশান রেজাল্ট এ দেখতে চান তাহলে এইরকম করুন- Social Networking site: wikipedia.org অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণঃ অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণ করতে চান আপনার সার্চরেজাল্ট থেকে তাহলে গুগলে লিখুন এইভাবে- Social Networking – site: wikipedia.org ফাইল অনুসন্ধানঃ নির্দিষ্ট ধরনের ফাইল অনুসন্ধান করার জন্য ‘filetype:’ ব্যাবহার করতে পারেন । যেমন - Android app development filetype:pdf বিশ্ব ঘড়িঃ শহরের এই মুহূর্তের সময় জানতে টাইম লেখে তারপর শহরের নাম লেখুন - time Dhaka ক্যালকুলেটর ব্যবহারঃ আপনার পিসির ক্যালকুলেটর খুলার পরিবর্তে আপনি সহজে আপনার অভিব্যক্তি গুগল এ লিখতে পারে 4tan60 + 2 (9sin30 + 3cos45 গুগল আপনার জন্য ইউনিট এর হিসাবও করে দিবে । এ জন্য- 1 mile to kilometer মুদ্রার হিসাবঃ গুগল আপনার জন্য মুদ্রার হিসাবও করে দিবে । এ জন্য- 1 USD to GBP এরিয়াকোড জানাঃ কোন এরিয়া সম্পর্কে জানতে শুধু এরিয়া কোড লিখে দিন - 1234 এছাড়াও আরো কিছু সুবিধা হলঃ কোন নির্দিষ্ট মূল্যের মদ্ধে কোন জিনিশ এর দাম সম্পর্কে জানতে চাইলে বা সার্চ করতে চাইলে - iPod $300..$400 এটি নির্দিষ্ট সময়কাল এর ক্ষেত্রেও প্রযোজ্য - IBM history 1990..2000 কোন শব্দের অর্থ না জানলে জিজ্ঞাসা করুন - define: enigma আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে - weather New York কোন মুভি সম্পর্কে জানতে চাইলে - movie: The Avengers কোন জায়গা সম্পর্কে জানতে চাইলে গুগল ম্যাপ কে জিজ্ঞাসা করুন - maps: Park Lane, London রিলেটেড ওয়েবসাইট খুজতে- elated: techspate ইউআর এল সার্চ এর ক্ষেত্রে - related: techspate ব্লক ওয়েবসাইট এর ক্ষেত্রে- cache: techspate এ ক্ষেত্রে আপনাকে ওই সাইট এর cache ভারশন দেখাবে । আপনি যদি কোন ক্ষেত্রে উন্নতমানের কনটেন্ট চান তাহলে - intitle: blogging tips অতি ধৈর্যের সহিত আমাদের পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Posted on: Sat, 03 Jan 2015 12:30:40 +0000

Trending Topics



>La Directa ha investigat les 60 principals companyies per
Oh! Please dont you rock my boat Cause I dont want my boat to be
Pablo Villacis..... Im American hispanic and Im tired of how all
Our Government have NOT manned up and restricted incoming travel
For the second time this month...a film crew is coming to my
Samsung Galaxy Note 3 Quad Core. Premium Copy. (Not

Recently Viewed Topics




© 2015