সুপ্রিয় ফ্রেম বাংলাদেশ - TopicsExpress



          

সুপ্রিয় ফ্রেম বাংলাদেশ ফ্লিকার সদস্য বৃন্দ। আপনাদের অনেক এড অনুরোধ এখন ও আমাদের অনুমোদন হয় নাই। এ ছাড়া অনেকে ফেইস বুক গ্রুপে এওয়ার্ড পেয়েছেন। কিন্তু ফ্লিকার এর শর্তাবলি পালন করে এড হতে পারেন নাই। ফলে আপনাদের ছবি গুলা ফ্লিকার এর ফোরামে উঠাতে পারছেন না। যা সত্যি কষ্ট কর। এসব বিবেচনা করে , আমরা ফ্লিকার ফোরাম আরও ৫ দিন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছি। যারা অনুমোদন পাচ্ছেন না , তাঁরা আমাদের ফ্লিকার গ্রুপের শর্তাবলি মেনে সেই ভাবে আপনার প্রোফাইল ঠিক- ঠাক করে আমাদের কে ফ্লিকার এ মেসেজ বা আমাকে বেক্তিগত ভাবে ফোনে / ফেইস বুকে মেসেজ বক্সে জানবেন। যারা এখন ও এড অনুরধ পাঠাতে পারছেন না। বা আমাদের কাছে আসছে না , তাঁরা সঠিক কারিগরি দিন অনুসরণ ছাড়াই ফ্লিকার গ্রুপে এড পাঠাতে চেষ্টা করছেন, ফলে আপনাদের এড আমাদের কাছে আসছেন না। এমন হলে , আপনারা আমাদের ফেইস বুক গ্রুপের এমন সব মেম্বার আছেন যারা ফ্লিকারে মেম্বার , তাদের কাছে মেসেজ করে সহযোগিতা চাইতে পারেন । বা ফেইস বুক গ্রুপ এডমিন দের কাছে সহযোগিতা চাইতে পারেন। সঠিক নিয়ম মেনে এড না পাঠাতে পারলে আপনার এড আমাদের কাছে আসবে না । নিয়ম জেনে এড অনুরধ পাঠায় আগামী ১৫ জানুয়ারি ২০১৫ রাতঁ ১২ঃ০০ ঘটিকার আগেই আপনার ছবি আমাদের ফোরামে দিতে ভুল করবেন না। আশা করি আমাদের সাথে ই থাকবেন, সভাপতি ফ্রেইম বাংলাদেশ মিডিয়া গ্রুপ ।
Posted on: Sat, 10 Jan 2015 12:44:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015