স্কাউটিংয়ের - TopicsExpress



          

স্কাউটিংয়ের ইতিহাস: ___________________________________________________________________________ বি. পি. পরিচিতি: ____________________________________________________________________________ সাত সাগর আর তের নদীর ওপারে ইংল্যান্ডের রবার্ট স্টিফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল (Robert Stephenson Smyth Lord Baden Powell of Gilwell) স্কাউটিং এর শিখা প্রজ্জ্বলিত করেন। (তিনি সংক্ষেপে বি.পি. এবং ফার্স্ট ব্যারন-ব্যাডেন পাওয়েল নামেও পরিচিত) তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি ৬নং স্টেনহোপ স্ট্রিট, পেডিংটন, লন্ডন-এ জন্মগ্রহণ করেন । তার পিতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ও বিজ্ঞানী রেভারেন্ট হারবার্ড জর্জেস ব্যাডেন পাওয়েল (১৭৯৬-১৮৬০, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জ্যামিতিরও পদার্থবিজ্ঞানের প্রফেসর)। ১৮৬০ সালে তার বাবা মারা যান। ব্রিটিশ নৌ বাহিনীর অ্যাডমিরাল উইলিয়াম হেনরি স্মিথের কন্যা হেনরিটা গ্রেসা ছিলেন তার মা। (১৮২৪-১৯১৪) ভাইবোনঃ চার ভাই ও দুই বোন ছোটকাল থেকেই বিপি অনুসন্ধানী মনের অধিকারী ছিলেন। বিপি লন্ডন নগরীর রোজ হিল প্রিপেটরী স্কুলে ভর্তি হন। অল্প কিছুদিন পর প্রসিদ্ধ চার্টার হাউস স্কুলে ভর্তি হন। ১৮৭২ সালে চার্টার হাউস স্কুলটি গোড়ামলিং নামক স্থানে স্থানান্তর হয়। সেখানে তার অবসর সময়ে তিনি তার স্কুলের কাছে ঝোপঝাড়ে জীবজন্তু পর্যবেক্ষণ, খরগোশ শিকার, পাখির ডিম সংগ্রহ ইত্যাদি নিয়ে তিনি মেতে থাকতেন। ছুটির দিনে বিপি নিজ হাতে বনের ভেতর রান্নাবান্না, কুড়াল ব্যবহার, নৌকায় ঘুরে বেড়ানো অত্যন্ত পছন্দ করতেন। বিপি তার দুই হাতে সমানভাবে লিখতে পারতেন এবং চমত্কার ব্যঙ্গচিত্র আকতে পারতেন। এভাবেই ছোটকলেই তার ভেতর স্কাউটিং এর অংকুর জন্ম নেয়। বিপি ১৮৭৩ সালে সেনাবাহিনীর ১৩ তম অশ্বারোহী সেনা দলের কমিশন পদে সরাসরি সাব ল্যাফটেনেন্ট হিসেবে যোগ দেন। ১৮৭৬ সালের ৩০ অক্টোবর সৈনিক হিসেবে প্রথম ভারত আসেন। ১৮৮৩ সালে ২৬ বছর বয়সে ক্যাপ্টেন পদে উন্নীত হন। ১৯০০ সালে আফ্রিকার জুলু সম্প্রদায়ের সাথে ম্যাফেকিং-এর যুদ্ধে নেতৃত্ব দেন। সেখানে তিনি এক পর্যায়ে ২১৭ দিনের জন্য অবরুদ্ধ হয়ে থাকেন। এক পর্যায়ে তিনি নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে জয়ী হন। তিনি ১৯১০ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। (বিপি ১৮৭৬ সাল থেকে ব্রিটিশ সেনাবাহিনির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়ীত্ব পালন করে ১৯১০সালে ল্যেফটেনেন্ট-জেনারেল পদ থেকে অবসর গ্রহন করেন। অতপর তৎকালিন ব্রিটিশ রাজা সপ্তম এডওয়ার্ডের পরামর্শে তিনি স্কাউটিং এর অগ্রযাত্রার জন্য মনোনিবেশকরেন।) তিনি ১৯১২সালের ৩০ সেপ্টেম্বর ও-লাভ সেইন্ট ক্লেয়ার/ ও’লাভ সেইন্ট ক্লেয়ার সোয়েমস/লেডি ব্যাডেন পাওয়েল (২২ ফেব্রুয়ারী ১৮৮৯ - ২৫ জুন ১৯৭৭,গার্ল গাইডের সহ-প্রবর্তক) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । ( জানুয়ারি, ১৯১২ সালে রবার্ট ব্যাডেন পাওয়েল স্কাউটের বিশ্ব সফরের অংশ হিসেবে নিউইয়র্কের পথে বের হয়েছেন। পথিমধ্যে ওলেভ সেন্ট ক্লেয়ার সোমেজর সাথে পরিচিত হন। ২৩ বছর বয়সী ওলেভ এবং ৫৫ বছর বয়সী রবার্ট ২২ ফেব্রুয়ারি একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন। পাওয়েলের অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতির কারণে একই বছরের সেপ্টেম্বর মাসে গণমাধ্যমকে এড়িয়ে বাগদান পর্ব সমাপণ করেন। কঠোর গোপনীয়তায় তারা পার্কস্টোনের সেন্ট পিটার্স চার্চে ৩০ সেপ্টেম্বর, ১৯১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইংল্যান্ডের স্কাউট এবং গাইডেরা প্রত্যেকই এক পেনি করে চাঁদা সংগ্রহ করে ব্যাডেন-পাওয়েল দম্পতির জন্যে বিয়ের উপহারস্বরূপ একটি গাড়ী দেয়। ব্রাউনসী আইল্যান্ডের সেন্ট ম্যারিজ চার্চের অভ্যন্তরে তাঁদের বিয়ের স্মারক চিহ্ন রয়েছে। রবার্ট ব্যাডেন-পাওয়েল এবং ওলেভ ব্যাডেন পাওয়েল হ্যাম্পশায়ারের বেন্টলের কাছাকাছি প্যাক্স হিলে ১৯১৯ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত বসবাস করেছিলেন। ) তাদের দুই মেয়ে - হিটার ও বেটি ; এবং এক ছেলে -পিটার। • রবার্ট পিটার Arthur Robert Peter Baden-Powell [ 30 October 1913 - 9 December 1962 (aged 49) ] • হিথারব্যাডেন পাওয়েল Heather Baden-Powell [ 01 June 1915 - 1986 ] • বেটি ক্লেয়ার Betty Clay [16 April 1917 - 24 April 2004 (aged 87) ] শেষ জীবনে তিনি কেনিয়ার নেইরিতে প্যাক্সটু কটেজে বাস করতেন। এখানে তিনি ১৯৪১ সালের ৮ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে নেইরি শহর প্রায় ১৫০ কি. মি. দূরে অবস্থিত। নেইরি শহরের উত্তর-পূর্বে আফ্রিকার দ্বিতীয় সর্বচ্চ চুড়া মাউন্ট কেনিয়া অবস্থিত, বিশাল এই পাহাড়ের দৃশ্য বিপির খুব পছন্দ হয়েছিল বলেই বিপি নেইরিতে থাকার ইচ্ছা পোষণ করেন। ১৯৩৭ সালে বিপি এবং তার স্ত্রীর ২৫তম বিবাহ বার্ষিকীতে বিশ্ব স্কাউট সংস্থার সহযোগিতায় কেনিয়া স্কাউট অ্যাসোসিয়েশান প্যাক্সটু কটেজ তৈরী করেনএবং বিপিকে উপহার দেন। মৃত্যুর আগ পর্যন্ত বিপি এই প্যাক্সটু কটেজেই বাস করেছেন। ২০১০ সালে কেনিয়ার সরকার প্যাক্সটু কটেজকে রাষ্ট্রীয় স্মৃতি স্তম্ভ হিসেবে ঘোষণা করে। ) ### স্কাউটিং আন্দোলন শুরুর আগে ও পরে লর্ড ব্যাডেন পাওয়েল কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডারদের যে সমস্ত বই প্রকাশ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বইগুলো নিম্নরূপ: • এইডস টু স্কাউটিং (১৮৯৯) -এ বই পড়ে অনেকেই স্কাউটিং এর প্রতি আগ্রহী হয়ে উঠে। • স্কাউটিং ফর বয়েজ (১৯০৮) - স্কাউট শাখার জন্য। • উলফ কাব হ্যান্ডবুক (১৯১৬) - কাব শাখার জন্য। • এইডস টু স্কাউট মাস্টারশীপ (১৯২০) - অ্যাডাল্ট লিডারদের জন্য। • রোভারিং টু সাকসেস (১৯২২) - রোভার স্কাউট শাখার জন্য। ***এছাড়া আরও লিখেছেন :- দ্যা হ্যান্ডবুক ফর গার্ল গাইড(১৯১২), ইন্ডিয়ান মেমরিস(১৯১৫), এডুকেশন ফ্রম দ্যা ভার্সিটি অফলাইফ(১৯৩৩), আফ্রিকান এডভেঞ্চার(১৯৩৭) *** ১৮৯৬ সালে দ্বিতীয় মাতাবেলি (বর্তমান জিম্বাবুয়ে) বিদ্রোহের সময় ব্যাডেন পাওয়েল ব্রিটিশ সেনাবাহিনির নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধের সময় কেউ কখনো বিপিকে ঘুমাতে দেখেনি বরং রাতের বেলা বিপি হেটে হেটে সব পর্যবেক্ষন করতেন। এটা দেখে মাতাবেলির লোকজন বিপিকে ইমপিসা উপাধি দেন। যার আক্ষরিক অর্থ নেকড়ে হলেও তারা এ দ্বারা বোঝাতে চেয়েছেন যে পশু ঘুমায় না কিন্তু রাতে হেটে বেড়ায়। Impeesa: The wolf who never sleeps ! _________________________________________________________________________ বিশ্বে স্কাউটিং-এর যাত্রা যেভাবে শুরু : _________________________=_______________________________________________ বিপি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর থেকেই স্কাউটিং প্রতিষ্ঠায় তৎপর হয়ে পড়েন। ইংলান্ডের পোল হার্বারের ব্রাউন্সি দ্বীপে ১৯০৭ সালের ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষামূলক স্কাউট ক্যাম্পের মাধ্যমে তিনি তাঁর স্বপ্ন, অভিজ্ঞতা আর আনন্দময় আন্দোলনের শুরু করেন। সেই ক্যাম্পে ৪ টি উপদলে (চখা, দাঁড়কাক, ষাঁড়, নেকড়ে) ২০ জন স্কাউট অংশগ্রহণ করেন। Brown Sea দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্পে অংশগ্রহনকারীদের তালিকা নিচে দেয়া হল। Curlews Patrol ( চখা ) : 1. Musgrave Casenove (Bob) Wroughton (Patrol leader) 2. Cedric Isham Curteis 3. John Michael Evans-Lombe 4. Percy Arthur Medway 5. Reginald Walter Giles Ravens Patrol ( দাঁড়কাক ) : 1. Thomas Brian Ashton Evans-Lombe (PL) 2. Arthur Primmer 3. Albert (Bert) Lionel Blandford 4. James Henry Bertie Rodney 5. Marc Andrew Patrick Noble Wolves patrol ( নেকড়ে ) : 1. George Brydges Harley Guest Rodney (PL) 2. Herbert (Bert) Nippy Watts 3. J Alan Vivian 4. Terence (Terry) Ewart Bonfield 5. Richard Grant Bulls Patrol ( ষাঁড় ): 1. Herbert Barnes Emley (PL) 2. Ethelbert (Bert) James Tarrant 3. William Francis Rodney 4. Herbert (Bert) Nathan Collingbourne 5. Humphrey Brunel Noble তিনি স্কাউটদের জন্য ১৯০৮ সালে স্কাউটিং ফর বয়েজ বইটি প্রকাশ করেন। ১৯১০ সালে বিপির বোন এগনিজের সহায়তায় গার্লস গাইড প্রবর্তিত হয়। ১৯১২ সালে বৃটিশ সরকার স্কাউট আন্দোলনকে সরকারি স্বীকৃতি দান করে। ১৯১৪ সালে বিপি কাব স্কাউটিং প্রবর্তন করেন এবং তাদের জন্য রচিত দি উলফ কাব হ্যান্ডবুক বইটি ১৯১৬ সালে প্রকাশ করেন এবং রোভার স্কাউট শাখার জন্য রোভারিং টু সাকসেস বইটি ১৯২২ সালে প্রকাশ করেন। ১৯১৯ সালে ইংল্যান্ডের কমিশনার স্যার বয়েস ম্যাকলার্ন স্কাউটদের প্রশিক্ষণের জন্য ৫৪ একর জায়গা বরাদ্দ করেন। যা গিলওয়েল নামে পরিচিত। এটিই বিশ্বের প্রথম ও প্রধান স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র। ১৯২০ সালে বিশ্ব স্কাউট সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯২৬ সালে প্রতিবন্ধীদের জন্য স্কাউটিং শুরু হয়। ১৯২৮ সালে স্কাউটিং-এ গ্রুপ পদ্ধতি প্রবর্তিত হয়। ____________________________________________________________ পাক-ভারত উপমহাদেশে স্কাউট আন্দোলন শুরুর ইতিহাস : _____________________________________________________________ ১৯১০ সালে পাক ভারত উপমহাদেশে স্কাউট আন্দোলন শুরু হয়। কিন্তু এই উপমহাদেশের ছেলেরা তখন আন্দোলনে অংশ নিতে পারে নি। তখন ইংরেজ ছেলেরা এতে অংশ নেয়। ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই উপমহাদেশের ছেলেদের জন্য স্কাউটিং নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু একটি কালজয়ী মহৎ উদ্দেশ্য ব্যক্তি বিশেষের জন্য হতে পারে না অথবা একে বাধ্যবাধকতায় সীমাবদ্ধ করাও সম্ভব নয়। উপমহাদেশের জ্ঞানী ব্যক্তিবর্গ এই দেশের ছেলেদের এই মহৎ আন্দোলন থেকে বঞ্চিত না করে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই স্কাউট আন্দোলনের বীজ বপণ করেন। ১৯১৮ সালে মিসেস অ্যানি বেশান্তের নেতৃত্বে ভারত স্কাউট এসোসিয়েশন উপমহাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু করে। এই এসোসিয়েশনের কার্যাবলী কিশোর যুবক তথা মানুষকে স্কাউটিংয়ের প্রতি আকৃষ্ট করে। ব্যাপক জন সমর্থন দেখে ব্রিটিশ সরকার ১৯১৯ সালে এ দেশের ছেলেদের স্কাউটিং না করতে দেওয়ার নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর ১৯২০ সালের বেঙ্গল বয় স্কাউট এসোসিয়েশন স্বীকৃতিপ্রাপ্ত প্রাদেশিক স্কাউট সংগঠন হিসেবে গঠিত হয়। এর সদর দফতর স্থাপন করা হয় কলকাতায়। এভাবেই এই উপমহাদেশে স্কাউট আন্দোলনের সূচনা হয়। ________________________________________________________________ বাংলাদেশের স্কাউটিং : __________________________________________________________________ #স্বাধীনতার_পূর্বে: ১৯৪৭ সালে ভারতবর্ষ পাকিস্তান ও ভারত এই দুই নামে দুটি পথক রাষ্ট্রে বিভক্ত হয়। ভারত বর্ষ বিভক্তির পর পাকিস্তান পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে দুভাগে অভিহিত হয়। সেই পূর্ব পাকিস্তানই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বর্তমানের বাংলাদেশ রূপে জন্ম লাভ করে। ১৯৪৭ সালে ১ ডিসেম্বর পাকিস্তানের জালাল উদ্দিন সুজার প্রচেষ্টায় করাচিতে পাকিস্তান বয় স্কাউট এসোসিয়েশন গঠিত হয়। স্কাউটার এ. এম. সলিমুল্লাহ ফাহমীর নেতৃত্বে ১৯৪৮ সালের ২২ মে ইস্ট বেঙ্গল স্কাউট এসোসিয়েশন গঠিত হয়। এই এসোসিয়েশনের কার্যালয় স্থাপিত হয় ঢাকায়। এর আগে কলকাতায় বেঙ্গল স্কাউট এসোসিয়েশন থাকায় দেশ ভাগের পর প্রায় শূন্য হাতে কোন ধরণের রেকর্ডপত্র ছাড়াই তৎকালীন স্কাউটদের প্রচেষ্টা এবং প্রাদেশিক গভর্নরের তহবিল থেকে বছরে মাত্র এক হাজার (১০০০) টাকা পুজি সম্বল করে ইস্ট বেঙ্গল স্কাউট এসোসিয়েশন কাজ শুরে করে। প্রাক্তন প্রাদেশিক কমিশনার সলিমুল্লাহ ফাহমী, প্রাদেশিক সাংগঠনিক কমিশনার এইচ. জি. এস. বিভার, প্রাদেশিক সম্পাদক এ. এফ. এম. আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমদ আব্বাসী এবং আরো কয়েকজন স্কাউটিংয়ের নিবেদিত প্রাণ ব্যক্তিবর্গের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় ইস্ট বেঙ্গল বয় স্কাউট এসোসিয়েশন একটি শক্তিশালী প্রাদেশিক সংগঠন হিসেবে গড়ে উঠে। পরবর্তীতে ইস্ট বেঙ্গল বয় স্কাউট এসোসিয়েশন এর নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান বয় স্কাউট এসোসিয়েশন নামকরণ করা হয়। বর্তমানে বাংলাদেশ স্কাউটস পাকিস্তান বয় স্কাউট এসোসিয়েশন এর প্রাদেশিক শাখা হিসেবে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সম্পৃক্ত ছিল। #স্বাধীনতার_পরে: ১৯৭২ সালের ৮ ও ৯ এপ্রিল তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর প্রথম জাতীয় কাউন্সিল সভায় 9 এপ্রিল বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির ১১ সেপ্টেম্বর ১৯৭২ সালের ১১১ নং অধ্যাদেশে বাংলাদেশ বয় স্কাউট সমিতি স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৭৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ বয় স্কাউট সমিতির নাম পরিবর্তন করে বাংলাদেশ স্কাউটস হিসেবে নামকরণ করা হয়।
Posted on: Sun, 23 Feb 2014 19:23:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015