স্কুল জীবনের সমাপ্তি ঘটে - TopicsExpress



          

স্কুল জীবনের সমাপ্তি ঘটে আজ থেকে প্রায় ৫ বছর আগে। আর এলাকার আড্ডার পরিসমাপ্তির ইতিহাস তো আরোও পুরনো। তার উপর স্কুল জীবনের পরিসমাপ্তির সাথে সাথে আর্ধেকেরও বেশী বন্ধু পাড়ি জমায় ঢাকা শহরের উদ্দেশ্যে। যার ফলাফল একটাই, সম্পর্কের বিচ্ছিন্নতা। সে কথা থাক। আনন্দের বিষয় এখন সবাই আমরা এক। আবার পুরনো আড্ডা। নতুন করে সম্পর্ক শুরু হলেও আড্ডার বিষয় পুরনো। সেই স্কুল পালানো। ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আলোচনা। বন্ধুর নাবালক বয়সের প্রেম নিয়ে টিটকারী। কি নেই এই আড্ডায়। ব্যস্ততম সূচীর যে অংশে দুবেলা খাবারের সময় ছিল না। এখন ঠিকি এই আড্ডার জন্য কিছু সময় আমরা বরাদ্দ করে রাখছি । প্রতিদিনি পুরোতন বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে কিছু বিষয় অনেকটাই নতুন। পুরনো স্মৃতির ফাকে নতুন কিছু যদিও চোখে পরছে না। একটা নতুনত্ব হচ্ছে, আগে আড্ডা দিতাম গুলবাগে আর এখন হালিশহরের প্রতিটি রাস্তায়, টঙ্গের দোকানে। আবার দেখা হবে আড্ডা হবে ভাবিনি। আর এই মজা উপভোগ করবো, এই ভাবনা তো আকাশে চাদ না উঠার মতোই কল্পনার অতীত। Moral Of The Story ......... Life is impossible without FRIENDS
Posted on: Thu, 30 Oct 2014 16:22:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015