স্মৃতির পাতা S H A H E D - TopicsExpress



          

স্মৃতির পাতা S H A H E D _______________ বয়স এখন একুশ।পড়ালেখার মধ্য দিয়ে বিরক্তিকর সময় কাটাচ্ছি। আজ হঠাত্ ইচ্ছা হল স্মৃতির পাতা উল্টিয়ে দেখার। যা দেখতে পেলাম. . . . . ¤বয়স যখন একদিন তখন সেদিন আমার জন্ম হয়েছিল।তখন থেকে মায়ের দুধ খেয়েছি। ¤বয়স যখন ছয় মাস,তখন বসতে শিখেছি।বাড়ির পিচ্চি হিসাবে পরিচয় লাভ করেছি। ¤বয়স যখন একবছর,তখন দাড়াতে শিখেছি।এই যে বাবু এইদিকে এইদিকে দেখ বলে কতজনে ডেকেছে। ¤বয়স যখন দেড়বছর তখন একটু একটু কথা বলতে শিখেছি। ¤বয়স যখন দুইবছর,তখন হাটতে শিখেছি।কতজনের আদর পেয়েছি। ¤বয়স যখন চার বছর,তখন পড়তে শিখেছি। ¤বয়স যখন ছয় বছর তখন ছাত্র হয়েছি।তখন থেকে এলাকার বড় ভাইদের ছোট ভাই হিসেবে থেকেছি। ¤এইভাবে চলতে চলতে বয়স যখন পনের,তখন আস্তে আস্তে বুঝতে শিখেছি। ¤বয়স যখন ষোল, তখন SSC পাশ করলাম। বয়স যখন বিশ, তখন ডিপ্লোমা থেকে CIVIL ENGINEER পাশ করলাম।বয়স এখন একুশ, বিদেশে BSC ENGINEERING পড়ার সকল প্রস্তুতি প্রায় শেষ। #ALLAH কবুল করলে কয়েক দিনের মদ্দে যেতে পারি। এখন ও ছাত্র আছি। তবে এলাকার অনেক ছেলের বড় ভাই হয়েছি।বাস্তবতাকে একটু একটু উপলব্ধি করতে শিখেছি। আমার স্মৃতির পাতা এখানেই শেষ। এরপর চিন্তা আসল ভবিষ্যতে কি হতে পারি। যা খুজে পেলাম. . . . . ¤যখন বয়স হবে চাব্বিশ, তখন পড়ালেখা শেষ করব। হবো প্রাপ্ত বয়স্ক। হবো অনেকের শিক্ষক ও। বাস্তবতা কে বুঝতে থাকব।এলাকার বড় ভাইদের নামের তালিকায় নিজের নামটাকে ও পুরোপুরি ভাবে উঠাতে পারব। ¤যখন বয়স হবে সাতাশ,তখন পেশায় ঠেলাগাড়ি চালক থেকে শুরু করে ডাক্তার,ইন্জিনিয়ার এর মত যে কোন একটা কিছু হয়ত হব। সংসারের দ্বায়িত্ব নিব। ¤যখন বয়স হবে ত্রিশ,তখন বউয়ের জামাই হব,শালা-শালীর দুলাভাই হব। ¤বয়স যখন পয়ত্রিশ হবে,তখন বাচ্চা কাচ্চার বাবা হব।ছোট বেলায় যে স্কুলে ছাত্র ছিলাম,সে স্কুলে অভিবাবক হিসেবে যাব।, ¤বয়স যখন পয়তাল্লিশ হবে তখন এলাকার মুরুব্বিদের খাতায় নাম লিখাব। ¤বয়স যখন ষাট এর কাছাকাছি হবে তখন নাতির দাদা হব।বেয়ান এর বেয়াই হব। এক পর্যায়ে হয়ত ফুল বাগানের (পৃথিবীর) ফুল গাছটি থেকে ঝড়ে পড়ব। এটাই হল আমাদের জীবনচক্র. .
Posted on: Sun, 28 Dec 2014 15:08:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015