হেকারদের কাছ থেকে আইডি - TopicsExpress



          

হেকারদের কাছ থেকে আইডি বাচানোর ১০ টি উপায়,,,,,, ১//ফেসবুক মেইল জিমেইল ব্যাবহার করা ভালো কারন জিমেইলের সব চেয়ে বেশি সিকিউরিটি দিচ্ছে তারপর জিমেইলে মোবাইল ভেরিফিকেশন চালু করুন । ২//পাসওয়ার্ড কমপক্ষে ১২ ডিজিট করুন পাসওয়ার্ডে এইরকম চিহ্ন রাখুন */+=&^ $#! ইত্যাদি ৩//ফেসবুক মোবাইল ভেরিফিকেশন চালু করুন, ফেসবুক সিকিউরিটি Question এড্ করে রাখুন ৪//কোন প্রকার গেমস apps ইন্সটল না করাই ভালো ৫//কোন ওয়েবসাইটে গিয়ে ভুলেও ফেসবুক লগইন করবেন না এতে আপনার ফেসবুক আইডি গায়েব হয়ে যাবে এইগুলো ফিসিং সাইট ৬//Security Settings এ গিয়ে সব সেটিং করে নিন → Secure Browsing → Login Notifications → Login Approvals → Active Sessions ৭// Application এ গিয়ে অজানা APPS গুলো রিমুভ করুন ৮//সাইবারক্যাফ বা ভার্সিটি থেকে ফেসবুক লগইন করবেন না কারন কি লগার , ম্যালওয়্যার, ট্রোজান দিয়ে আপনার ফেসবুক হ্যাক করা সম্ভব ৯// তাই বলছি সবাই বেস্ট ইন্টারনেট সিকিউরিটি এবং Malwarebytes’ Anti- Malware নামের শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার ব্যাবহার করুন !!!! ১০//.ফেসবুকে আকর্ষণীয় কোন লিংকে ক্লিক করবেন না , → যেমন স্প্যাম লিংক টাকা ইনকাম করুন , পেজের লাইক সংখ্যা বাড়ান MiMi
Posted on: Tue, 23 Dec 2014 08:23:41 +0000

Trending Topics