হিজড়ান্টিনার লুলায়িত - TopicsExpress



          

হিজড়ান্টিনার লুলায়িত পোষ্ট লিখছে - ১. স্পেন রে তারা বিশ্বকাপের পর হারাইছে ৪-১ এ। ২. ব্রাজিলকে তারা হারাইছে ৪-৩ গোলে। ৩. আর ব্রাজিল গতকাল জিতছে,কারণ নিজেদের মাটিতে খেলছে।ইউরোপে খেললে জিততো না।লাটিন আমেরিকার দল থাকলে বাঁশ খাইতো ব্রাজিল। ৪. জার্মানি আর হিজড়ান্টিনা থাকলে ব্রাজিল বাঁশ খাইতো। ৫. ২০১৪ বিশ্বকাপ হিজড়ান্টিনা জিতবে।ব্রাজিল পারবে না,কারণ কনফাডেরেশন কাপ জিতলে আর বিশ্বকাপ জেতা যায় না। আমার উত্তর - ১. স্পেনরে তোরা হারাইছোস ৪-১ এ না??তোদের দলের তো সব হিজড়া ছিলো।স্পেন মূল দলের প্লেয়াররা ছিলো।যেখানে ক্যাসিয়াস,টরেস,সোলদাদো,জাভি,রামোস আর আলবা নাই।সেই দলের সাথে ৪-১ এ জিতা তারা বিশ্বের সেরা হইয়া গেছে।এই স্পেন দলকে তো জাপানে ও ৪*২=৮ টা দিতো। ২. ব্রাজিলের মূল দলকে কবে হারাইছিলি বলতে পারবি??৪-৩ এ জিতছোস,আমাদের লুইজ,আলভেস,ফ্রেড,গোস্তাভো,দানতে আর সিজার ছিলো??আরে তোদের তো যোগ্যতা নাই,মূল দলকে হারানোর।আর ২৩ বছরের পোলাপাইনের কাছে ৩ টা খাইছোস।এখন খেললে ৯ টা খাইবি। ৩. আমরা ভালো খেলছি তার কারণে জিতেছি।আর ব্রাজিল প্রীতি ম্যাচে তোদের মত ফেভারিট নয়,ব্রাজিল বড় টুর্নামেন্টে ফেভারিট যার কারণে গতকাল জিতেছে। ৪. জার্মানি আর হিজড়ান্টিনা??লুল তোরা তো রেঙ্কিং নিয়া বাল ফালাস।এখন আমি বলি একজন রেঙ্কিংয়ে ২ আরেক জন ৩।১ নম্বর কে দিলাম ৩ টা,সে ক্ষেত্রে জার্মানি থাকলে তারা খাইতো ৬ টা আর তোরা থাকলে ৯ টা। ৫. ২০১৪ বিশ্বকাপ হিজড়ান্টিনা জিতবে??লুল ১৯৯৪ থেকে খেলা দেখা স্টার্ট করছি।এই কথা শুনতে শুনতে কান আমার পঁচে গেছে।২০০২ সালে যে ফর্মে ছিলি।এইবার ও সেই ফর্মে আছোস।দেখ বিশ্বকাপ শুরু হইবো,আর তোরা গ্রুপ পর্ব থেকে গুম হইয়া যাইবি। ওহ আর নেইমার যে গোল্ডেন বল আর কনফাডেরেশন কাপ জিতলো এইটা জিততে মেষিকে ১৩ বার জন্ম নিতে হইবো। ওহ আরেকটা কথা এক হিজড়া কইতাছে ২০০৫ এ কনফাডেরেশন জিতে ২০০৬ সালে ফ্রান্স এবং ২০০৯ সালে কনফাডেরেশন জিতে ২০১০ বিশ্বকাপে ধর্ষণ হইছে ব্রাজিল। আমার কথা হইলো,আমরা তো কিছু জিতে বাঁশ খাইছি।তোরা কোন বাল জিতা বাঁশ খাইছোস??২০১০ সালে তো জার্মানি ৪ টা ভরছিলো ৭০ হাজার মানুষের সামনে। আর আমাদের হ্যাটট্রিক কনফাডেরেশন কাপ জিততে দেখার পর হিজড়ান্টিনার পোলাপাইন বলতেছে,আমরা এমন আনন্দ করতাছি,"মনে হইতাছে বিশ্বকাপ জিতছি"। আমি বলি,যেভাবে বিশ্বকাপের ধমক মারোছ মনে হয় তোরা আমাদের থেকে বেশি বিশ্বকাপ জিতছোস??বালের পোলাপাইন কোথাকার। আগে জানতাম গরম আসলে নাকি কুত্তা পাগল হয়,এখন দেখতাছি হিজড়ান্টিনার এডমিন গুলা পাগল হইয়া গেছে। এইসব কথা যেসব হিজড়া বলে,মনে করবেন তারা গত ২ দিন ধরে ফুটবল খেলা দেখে।যার কারণে ফুটবল সম্পর্কে ধারণা নাই।আর তাদের মাথা নষ্ট হওয়ার আরেকটা কারণ হল তারা জন্মের পর হিজড়ান্টিনারে কিছু জিততে দেখে নাই।দেখছে ব্রাজিল শুধু জিততে আছে একের পর এক।যার কারণে তাদের এই অবস্থা।লুল
Posted on: Tue, 02 Jul 2013 15:24:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015