হাটি হাটি পা পা - TopicsExpress



          

হাটি হাটি পা পা করে,দাড়িয়েছি যারা হাত ধরে,হেটেছি এতটা পথেতে- বাবা তুমি আছ কত দূরে...ঈদকে ঘিরে বাবার কাছে কতই না বায়না ছিল।লাল জামা-সালামি-ঘুরতে যাওয়া আরও কত কি?! কোনকিছুতেই না ছিল না বাবার।কোন ক্লান্তিও ছিল না। প্রতিবছর ঈদ আসে: বাবা কেন আসে না!! আজ বাবাকে খুব মনে পড়ছে,খুউব। সবাই জানে যে যায় সে ফিরে আসে না।তবুও একবার হলেও তুমি ফিরে আস বাবা-শুধু আমার জন্য
Posted on: Mon, 28 Jul 2014 21:08:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015