হোয়াট ইজ লাভ আমার এক - TopicsExpress



          

হোয়াট ইজ লাভ আমার এক ফ্রেন্ড এবার সেকেন্ড টাইম ভার্সিটি এডমিসন টেস্ট দিবে,তো ফেসবুকে পরিচয় হল এক মেয়ের সাথে মেয়েটাও ওদের ব্যাচমেট,সেও এবার এডমিসন টেস্ট দিবে,দোস্ত রে আমার দেখতাম দিন নাই রাত নাই সারাদিন ওই মেয়ের সাথে চ্যাট করত,,আমরা যখন সবাই বাইরে ঘুরতে যেতাম,,ও তখন ফেসবুকে পড়ে থাকত,,টেক্সট-বৈ এর উপর ততদিনে ধুলো পড়তে শুরু করেছে,,হটাত্‍ দেখি বন্ধুর ব্যাপক পরিবর্তন,দিন নেই রাত নেই সারাদিন শুধু বই নিয়া পইড়া থাকে,,একদিন ডাইকা জিগাইলাম কিরে দোস্ত কাহিনী কি,,??এত্ত চেইন্জ ক্যামনে কি,? তারপর ও আমারে যা কইল তার সারাংশ হৈল এরকম যে,ওই মেয়েরে ও প্রোপোজ করছিল মেয়ে হ্যা না কিছু না বইলা বলছে যদি ঢাকা ভার্সিটি তে চান্স পায় তাইলে ব্যাপারটা বিবেচনা করে দেখবে, এরপর দোস্ত এ কইল ইনশাআল্লাহ চান্স আমি ঠিক ই পামু কিন্তু ওই মেয়ের সাথে আর কন্টাক্ট রাখুম না এতগুলো কথা লেখা মাত্র করেকটাকারনে,,,, [1]:কিছু কিছু মানুষ আছে যারা ঢাকা ভার্সিটি বলতে অজ্ঞান,তারা মনে কারে যে ঢাকা ভার্সিটি তে চান্স পাইল না তার জীবন তা ই বৃথা,আমি এমন ও শুনেছি অনেকে বলছে ঢাকা ভার্সিটি তে চান্স না পেলে সুইসাইড করবে!!!!!,ঢাকা ভার্সিটি বাংলাদেশের শ্রেষ্ট বিদ্যাপীঠ সন্দেহ নেই কিন্তু ঢাকা ভার্সিটি তে চান্স না পেলে সুইসাইড করতে হবে এইগুলা কি,,??!!! ,,তাইলে দেশে সুধু একটাই পাবলিক ভার্সিটি থাকতো দেশের টাকাপানিতে ফেলে এতগুলো ভার্সিটি স্থাপন করার কোন দরকার ছিল না,আপনি ঢাকা ভার্সিটি তে চান্স পান নাই বইলা সুইসাইড করতে চান,তাইলে একবার ও ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট দের কথা ভেবে দেখেছেন যারা অনার্স কমপ্লিট করতে গিয়ে মাথার চুল পাকিয়ে ফেলে,?? [2]অধিকাংশ মেয়েরাই সার্থপর,তারা কখনো ই অন্যের কাছে ছোট হবে বা অন্যের থেকে খারাপ থাকবে এইটা ভাবতে পারে না,তাদের স্বপ্ন থাকে আকাশচুম্বি,তাদের চোখের ভালবাসার জায়গাটুকুদখল করে নেয় দামি গাড়ি-বাড়ি,ভরি ভরি গহনা আর নতুন নতুন ড্রেসের রঙিন স্বপ্ন,হয়তো অনেকের স্বপ্ন ই সফল হয়,কিন্তু বাস্তব জীবনে তারা কতটুকু সুখে আছে তা তারাই ভাল জানে,ভালবাসা হয় মনের সাথে মনের মিলনের ফলে কার কতটুকু অর্থ আছে কার প্রভাব বেশি এইগুলা আসলে সত্যিকারের ভালবাসার শর্ত হতে পারে না,ভালবাসার মানুষ কুরবানির গরু নয় যে তাকে আকার আকৃতি,চেহারা দেখে বাছাই করতে হবে,তারপরও অনেকে এইভাবে ই বাছাই করেনকিন্তু তারা কখনো সুখি হতে পেরেছেন এটা বেশিভাগ ক্ষেত্রে ই বিশ্বাসযোগ্য নয়,, তাই আমাদের উচিত এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা থেকে আমাদের মস্তিস্ক কে মুক্ত রাখা,,সুস্থ চিন্তা করা,, তাই,, আসুন সুস্থ চিন্তা করি জীবনকে সুন্দর করি সকলকে লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ [আমার ফোন দিয়ে বাংলা লিখতে অনেক প্রবলেম,লেখায় ভুল হওয়াটা অনিচ্ছাকৃত,,ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন]
Posted on: Wed, 13 Nov 2013 14:30:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015