হঠাত লেনদেন বেরে গেল ৷ - TopicsExpress



          

হঠাত লেনদেন বেরে গেল ৷ আশানিত হবার কিছু নেই আবার আশাহত হবার মতও কিছু নেই ৷ লেনদেন Gradually Increase করলে ভাল হত ৷ SEC এর ৩০ brokerage হাউজের সাথে আলাপ আলোচনা একটা বিগ কারন ৷ এখন দেখার মত জিনিস হল এই লেনদেন Sustain করে কি না ৷ Renwick এর জন্য জাংক ডাউন গেল, ইচছা করলে Z করতে পারত ৷ দাম ধরে রাখার কায়দা Trade Suspend. অনেকই বলছেন জাংক গেম শেষ ৷ দেখুন,কিছু জাংক গেইন দিচেছ এখন ও ৷ মারকেট লেনদেন আবারো ৩০০কোটি টাকাতে নেমে এলে কিছু জাংক পাবলিকের মাথা খারাপ করে দিবে ৷ আবার যদি আজকের মত ৫০০কোটি টাকা লেনদেন আগামী ২— ৪ দিন Sustain করে তা হলে Bsccl,Gp,Poil,Heidlberg লিড দিবে ৷ জাংক ডাউন হলেও লেনদেনর বিগ ভলিউম সনদেহ জনক মনে হচেছ ৷ Family tex নিয়ে সবার নিরবতাই বলে দিচেছ মাইনকা চিপায় আছেন ৷ ভাল হত সেল করে Spot এ বাই বেক করা ৷ আশা হত হবার কিছু নেই ৷ কেউ যদি ২— ৩ মাস বসে থাকতে পারেন তাহলে ভাল কিছু পাবেন ৷ এখন যাদের মন খারাপ তাদের বুঝতে হবে শেয়ার টি ৩০— ৭৪ গিয়েছে ৷ গেম কিনতু এটাই ৷ ১০০% Stock Dividend দিবে বলেই এই গেইম হয়েছে ৷ ২ -৩ মাস বসে থাকুন ৷ ভাল হবে ৷ শেয়ার টাকে ডাউন থেকে Slow হতে দিন ৷ Patiance রাখুন ৷ অনেকই হাসা হাসি করছেন ৷ একবার ভাবুন এই শেয়ার টি যদি আপনার থাকত ৷ তাই কারো কোন শেয়ার নিয়ে হাসা হাসি করবেন না আপাতত Full Investment করবার আগে কিছু দিন লেনদেন Observe করুন ৷ Long Term investment এর জন্য Appexfoot এবং Heidlberg দেখতে পারেন ৷ Short term এর জন্য Zahintex শুধু লাইক নয় আপনাদের মতামত/comments আশা করে সবাই
Posted on: Wed, 02 Apr 2014 17:53:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015