হবু বউকে নিয়ে ডেটিং এ বের - TopicsExpress



          

হবু বউকে নিয়ে ডেটিং এ বের হলাম । বিয়ের আগে বউ নাকি আমায় বাজিয়ে দেখতে চায় স্বামি হিসাবে আমি কতো টুকু পারফেক্ট । পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ও আমাকে ইচ্ছে মতো বাজিয়ে যাচ্ছে । আর এতে করে প্রতিবারই আমার বুকের মাঝে ড্রাম বাজছে । ওর সাথে এমন নাদুস নাদুস প্রেম টা অবশ্য মন্দ না ।এই প্রেমের আলাদা একটা মজা আছে ।ও আমার বাসায় এসে সবার সামনে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে । কেউ কিছু বলে না । ববং হবু বউয়ের পাগলামি দেখে সবাই মিটি মিটি হাসে । তবে সব বিপত্তি রিয়াকে নিয়ে । ও আমাকে সাফ জানিয়ে দিয়েছে ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে নাকি আমার বাসার সামনে আমরন অনশন করবে । এমন কি প্রয়োজনে স্যুসাইড ও নাকি করতে পারে । এই দুই মেয়ের মাঝখানে পড়ে আমি নিজেই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি । আমার হবু বউ এই খোলা আকাশের নিচে বসে কি সুন্দর করে এক হাতে আমার হাতটা ধরে আর অন্য হাতে বাদামের খোসা ছাড়িয়ে আর মনের সুখে বাদাম খাচ্ছে । আর আমি কপালে চিন্তার ভাজ টেনে এদিক ওদিক তাকাচ্ছি, এই অবস্হায় যদি রিয়া দেখে ফেলে তাহলে ভয়ানক কিছু হয়ে যাবে । আমার এই হবু বউ আমার মাঝে কি পাইছে সেই জানে ।আমি যতই ওকে Avoid করি,ও ততোই বেশি আমার কাছে আসে। স্বামী হিসাবে যতই নিজেকে অযোগ্য প্রমান করি, ও আমাকে ততই বেশি যোগ্য ভাবে । মেয়ে মানুষের বৈশিষ্ট্যই হয়তো এ রকম, ওদের কাছ থেকে দূরে সরতে চাইলেই, এরা খুব কাছে এসে পড়ে । আর ওদের খুব কাছে চলে গেলেই, ওরা খুব বেশি দূরে চলে যেতে চায় । মনে মনে ভাবছি,এই তিনটা মাসে ওর প্রতি কেমন জানি অদ্ভূত একটা টান পড়ে গেছে । এসব ভাবতে ভাবতে মাথা টা উচু করে সামনের দিকে তাকালাম, আমার চোখ তো ছড়ক গাছ । যা ভাবছি তাই হলো, দেখি অগ্নি মূর্তি হয়ে রিয়া সামনে দা ওর চোখ মুখ খুব লাল । রাগে সাপের মতো ফুসফুস করছে । কোনো কথা না বলে আঙ্গুলের ইশরায় আমায় উঠে দাড়াতে বলছে । আমি বুঝতে পারছি হবু বউয়ের সামনে আজ অনেক বেজ্জতি হতে হবে । হবু বউ এর দিকে তাকিয়ে দেখি, ওর চোখে মুখে শুধুই কৌতুহলের ছাপ। রিয়ার অগ্নি দৃষ্টি দেখলেআমার গায়ে এমনিতেই জ্বর এসে যায়।আজ তো আমার সাথে আরেক টা মেয়ে । কোন ভাবেই রেহাই নেই । ভয়ে ভয়ে কোনো রকমে উঠে দাড়ালাম । ভাবছি,গালে হয়তো এলো পাতারি চর টর মেরে বসবে ।কিন্তু না আমার হাতটা ধরে আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে । পর মুহূতেই আমার হবু বউয়ের চিত্কার । সাপে ব্যাঙ ধরার মত করে আমার হাতটা পিছন থেকে খপ করে ধরে ফেলেছে। আশে পাশের গুটি কয়েক মানুষ গুলো বাকা চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। -"ও তোমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন ও কে হয় তোমার?" হবু বউয়ের এমন কথা শুনে রিয়া যেন আরও তেলে বেগুনে জ্বলে উঠল । দুই জনের দুই বাহু ডুরে বন্দি হয়ে আমি আর কথা বলার দূঃসাহস দেখালাম না । রিয়া এবার রাগ রাগ গলায় বললো, -আপনি ওকে ছাড়েন । ওর সাথে আমার বুঝা পড়া আছে। আমাকে ছাড়া ও আর কাউকে বিয়ে করতে পারবে না । আপনার মতো প্রেতাত্মা কেও না । রিয়ার এমন কথা শুনে আমার হবু বউ মনে হয় বিশাল এক টাস্কি খেল । আর আমি টাস্কি খেলাম আমার হবু বউয়ের কান্ড দেখে । চোখের পলকেই ও আমার হাত ধরে সজোরে এক টান দিয়ে রিয়ার হাতটা ছাড়িয়ে নিল । আর আরেক টানে আমাকে ওর নিঃশ্বাসের কাছাকাছি নিয়েএসে শক্ত করে জড়িয়ে ধরল । বুকের মাঝে মুখ লুকিয়ে বিড় বিড় করে বললো, -"প্লিজ আমাকে ছেড়ে যেও না।" কি করবো বুঝতে পারছি না । নিজেকে দুই বালিকার এক প্রেমিক এই টাইপ লাগছে । রিয়া মেয়ে টা গত দুই বছর ধরে আমাকে পাগলের মতো ভালবেসে আসছে । কিন্তু প্রতিবারই আমি ওকে ফিরিয়ে দিয়েছি । ওর প্রতি আমার কেন জানি কোনো টান পড়ে না । প্রেমের প্রদীপ হাতে ও আমার দুয়ারে এসে দাড়িয়ে ছিল বলেই কি আমি সস্তা প্রেম ভেবে ওকে দূরে সরিয়ে দিয়েছি? আজ কেন জানি রিয়ার কাঁদো কাঁদো মুখটা দেখে খুব মায়া লাগছে । নিজেকে বড়ো বেশি অপরাধী মনে হচ্ছে । আমি ওর মুখ থেকে দৃষ্টি টানা মিয়ে আনলাম । খুব ভালো করেই জানি আজ রিয়ার চোখ নামক আকাশে খুব বেশি বৃষ্টি নামবে । রিয়া আমাকে ক্ষমা করতে পারলেও ওর চোখের বৃষ্টির ফোটা গুলো কোনো জন্মেই হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না । কিন্তু এই কয়েক মাসে আমি যে আমার হবু বউ টাকে খুব বেশি ভালো বেসে ফেলেছি । এই পাগলির পাগলামি টা আমাকে যে আষ্টে পৃষ্টে বে অবন্ধনীয় বন্ধনে । আমি এখন জীবনের জটিল সমীকরন নিয়ে এমন এক অদ্ভূত কাঠগড়ায় দাড়িয়ে আছি,না পারছি একজন ছাড়তে,না পারছি একজন কে নিষ্টুর ভাবে ছেড়ে যেতে ।জীবন সমীকরন যদি এটা বলে,আমাকে যে পাগলের মতো ভালবাসে,যদি তাকে বেছে নেই আমি খুব বেশি সুথি হবো । তাহলে তো আমি যাকে অনেক ভালবাসি তাকে বেছে নিলে, সে ও খুব বেশি সুখি হবে । এখন,আপনারাই বলেন আমি কাকে বেছে নিব?? কাকে সুখি করবো,নিজেকে? আমার হবু বউকে? নাকি আমায় পাগলের মতো ভালবেসে যাওয়া রিয়াকে? লিখা#"নিঝুম দ্বীপ থেকে অবুঝ অরণ্য
Posted on: Sun, 23 Jun 2013 16:18:10 +0000

Recently Viewed Topics




© 2015