হযরত আয়েশা (রা) থেকে - TopicsExpress



          

হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি মারা গেছে আর ফরয রোযা তার উপর (কাযা) আছে, তার অভিভাবক তার পক্ষ থেকে রোযা (কাযা) আদায় করবে। -(বুখারী, মুসলিম) এতদিন ফেসবুকে তো কত শত পেজ লাইক দিয়েছেন। এবার জন্য নিয়ে আসলাম এ অসাধারন ইসলামিক পেজঃ I am Proud to be a Muslim I am Proud to be a Muslim নবীপ্রেমী এখনো লাইক দেননি তারা এখুনি লাইক দিয়ে জয়েন করুন এই পেজটিতেঃ I am Proud to be a Muslim এটুকু বলতে পারি, আপনার লাইক বিফলে যাবে না। ধন্যবাদ।.
Posted on: Tue, 27 Aug 2013 08:38:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015