হযরত মুয়ায ইবনে আনাস - TopicsExpress



          

হযরত মুয়ায ইবনে আনাস জুহানী তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা .) বলেছেন, জুমার দিন যে ব্যাক্তি মানুষের ঘাড়ের উপর লাফিয়ে সম্মুখে যাবার চেষ্টা করবে, ( কেয়ামতের দিন ) তাকে জাহান্নামে যাওয়ার পুল ও মাধ্যম বানাবে। (তিরমিযী, মেশকাত - ১২২) হযরত ইবনে আব্বাস (রা .) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লহ (সা .) বলেছেন, যে ব্যাক্তি জুমার দিন ইমামের খুতবা দানকালে কথা বলে, সে হলো ঐ গাধার ন্যায় যে শুধু বোঝা বহন করে। আর যে ব্যাক্তি তাকে বলে চুপ কর তার জন্য ও জুমা নেই। (আহমদ, মেশকাত -১২৩) #তানভীর
Posted on: Mon, 15 Sep 2014 06:52:42 +0000

Recently Viewed Topics




© 2015