হুজুগে - TopicsExpress



          

হুজুগে বাঙ্গালী ফেচবুকে আজ এক মেয়ের আইডিতে ঢুকলাম । অনেক দিন যাবত আইডিটা সামনে দিয়া ঘুরঘুর করতাছে । এই ফেচবুক আইডিটা আমার ফেন্ড লিষ্টে নাই । আজ দেখলাম mutual Friend এর সংখ্যা ৩৮ । ভাবলাম হয়তো আশেপাশের এলাকার কোনো মেয়ে হবে । তার টাইমলাইনে গিয়ে দেখলাম সত্যই তাই, আমাদের পাশের এলাকার নাম রয়েছে । কিন্তু আমার মনে হলো আইডিটা ফেক আইডি । এবার চেক করার জন্য তার ফটোর এলবামে গোলাম । গিয়ে দেখি মেয়েটির ফটো নেই বললেই চলে । ৩৮ থেকে ৪০ টা ফটোর মধ্যে ৩ টা মেয়ের ফটো । কিন্তু তাও আবার তিনজনের ফটো । এবার About এ গিয়ে দেখি সব ঠিক কিন্তু Gender Mele । এবার ফেক আইডির ফটো তিনটিতে গোলাম আবার, দেখি ছেলেরা কমান্ড করেছে... Nice ! তার দেখাদেখি অন্যেরা কমান্ড করেছে তোমাকে খুব সুন্দর লাগছে ! Very Nice ! Beautiful ! লাইক পড়েছে প্রায় ১৫০ এর মত । অন্য কিছুই করতে পারলাম না, শুধু একটি ম্যাসেজ পাঠিয়ে দিয়ে ব্লক লিষ্টে ঢুকিয়ে দিলাম । আমার প্রশ্ন হচ্ছে ছেলেরা মেয়ের আইডি পেলে এতো উদাস হয়ে যায় কেন, তার আইডিটার পোষ্টে এবং ফটোতে লাইক কমান্ডের ঝড় তুলে ফেক আইডি কে উৎসাহিত করে কেন ??.................
Posted on: Thu, 17 Jul 2014 09:45:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015