১. আমাদের কাকা সবচেয়ে - TopicsExpress



          

১. আমাদের কাকা সবচেয়ে বেশি বেতন পাওয়া ব্রাযিলিয়ান খেলোয়াড়। [টাকা পয়সার হিশাব আমি কম বুঝি তাই সংখ্যাটা উল্লেখ করতে পারলাম না ] ২. ২০১০ বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ আসিস্টধারী খেলোয়াড়। [ভাঙা পা নিয়া ৩ টা এসিস্ট ] ৩. ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের­ মধ্যে সর্বোচ্চ গোলশিকারি খেলোয়াড়। [২য় রিভালদো] ৪. ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ ইতিহাসে সর্বোচ্চ গোল শিকারি মিডফিল্ডার . [২৭ টা] ৬. কাকা গোল করসে আর ব্রাজিল সেই ম্যাচ হারসে?...হুহ অসম্ভব ব্যাপার। ৭. রিয়াল মাদ্রিদের হয়ে কাকা যত গুলা ম্যাচ এ গোল করসে সেই ম্যাচ গুলোতে জয় বিহীন মাঠ ছাড়ে নি মাদ্রিদ। ৮. কাকার প্রিয় পানীয়"water". [আমার দেখা দেখি B)] ৯. কাকারে ছোটবেলায় সবাই সাদা পেলে ডাকত। [আর এখনকার ছেলেপেলেদের"নতু­ন কাকা"উপাধি দেয়া হয় ] এমন কয়েকটি"নতুন কাকা"হচ্ছেনঃ * গানসো (ব্রাজিল) * অস্কার (ব্রাজিল) * লুকাস মউরা ( ব্রাজিল) * লুকাস পিয়াজন (ব্রাজিল) * হ্যাবিয়ের পাস্তোরে (আর্জেন্টিনা) [নিজের মেমোরি থেকে লিখলাম আরো থাকলে জানাইয়েন।] ১০. কাকা বাবু পড়ালেখায় যতই মেধাবী হোক না কেন, মাঝে মাঝে স্কুল যেতে ভুলে যেত, তখন স্কুল এর দেয়াল বেয়ে ক্লাসে ঢুকত। (এটা ভাল গুন না খারাপ গুন জানি না তবে এই স্বভাব আমার এখনও আছে :/) ১১. কাকা মিয়া কিন্তু জটিল রোমান্টিক পাবলিক। প্রথম বার ভাবীর সাথে পরিচয় হওয়ার পর উনারে “Impress” করার জন্য একটা পার্টিতে(পারিবা­ রিক) গিটার বাজাইসিলেন। ১২. ফুটবলার ও না টেনিস খেলোয়াড় ও না, উনার ছোট বেলার ইচ্ছা ছিল বাপের মত ইঞ্জিনিয়ার হওয়া...[উফ... আল্লাহ ই বাচাইসেন।] ১৩. ২০০৮, ২০০৯ সালের টাইমস ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যাক্তির মধ্যে কাকা ছিলেন। [ ইঞ্জুরিতে না পড়লে ; আর বিশ্বকাপ টা নিলে hat-trick হইত।] ১৪. ২০০৪ সালে কাকা জাতিসংঘের খাদ্য কর্মসূচীর জন্য সর্বকনিষ্ঠ দুত হিসেবে মনোনীত হন। ১৫. ২০০২ বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের মাসকট এর নাম কি ছিল জানেন?!"কাকিতো"­। কার নামানুসারে বলেন তো দেখি? Credit: Ricardo Afzal Aveiro Johirul
Posted on: Fri, 28 Jun 2013 08:47:30 +0000

Trending Topics



ght:30px;">
Kenyans stop duping yourself, you are alread in the hole stop
;">
Union Budget 2013-14 Highlights Finance Minister Mr. P
HARGAA PROMOOOO!!!!!!!! PEMESANAN LANGSUNG SMS/WhatsApp AJA
Holidays To Algarve from €169pp Amazing beaches of golden
In the times for 21 centuries, the computer has an important

Recently Viewed Topics




© 2015