১। প্রথম রেল সার্ভিস - TopicsExpress



          

১। প্রথম রেল সার্ভিস চালু হয় --- ১৮২৫ সালে। ২। প্রথম রেল সার্ভিস চালু হয়-- যুক্তরাজ্য। ৩। কত সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয় ---- ১৮৫৩ সালে। ৪। বাংলাদেশের এই অঞ্চলে রেলপথ চালু হয় ---------১৮৬২ সালে। ৫। বাংলাদেশের রেলওয়ে সদর দফতর -- ঢাকা। ৬। বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন হয় -দর্শনা -কুষ্টিয়া। ৭। বাংলাদেশে রেলপধ নেই -- বরিশাল, পটুয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা,ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, শেরপুর, শরীয়তপুর,মাদারী পুর, কক্সবাজার, এবং মুন্সীগঞ্জ জেলায়। ৮। বাংলাদেশে রানওয়ে কারখানা -- সৈয়দপুর (বৃহত্তম রেলওয়ে কারখানা), পাহাড়তলী, দেওয়ানগঞ্জ, ছাতক এবং ঢাকায়। ৯। বাংলাদেশ রেলওয়ে সংস্থার নাম-- বাংলাদেশ রেলওয়ে। ১০। বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর-----রমনা, ঢাকা। ১১। বাংলাদেশ রেলওয়ে অঞ্চল--- দুটি,পূ র্বাঞ্চল (চট্টগ্রাম), পশ্চিমাঞ্চল (সৈয়দপুর, নীলফামারী) ১২।বর্তমানে রেল স্টেশনের সংখ্য -- ৪৪১টি। ১৩।বাংলাদেশে তিন ধরনের রেলপথ-- ব্রডগেজ ,মিটারগেজ ও ডুয়েলগেজ। ১৪। উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ -- লর্ড ডালহৌসি, ১৮৫৩সালে। ১৫। বৃহত্তম রেল স্টেশন-- ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। =চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? উ:বায়ুমন্ডলীয় প্রতিসরনে =কারবালা কোথায় অবস্হিত? উ:ইরাক =গনতন্ত্রের জন্ম হয়েছিলে- উ:গ্রিসে =ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর- উ:ব্রাসেলসে =ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব- উ:ব্রিটেন =চর্যাপদের প্রথম পদটি কার রচনা? উ:লুইপা
Posted on: Fri, 23 Jan 2015 07:52:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015