১-১১ এর সময় আমি অনলাইনে - TopicsExpress



          

১-১১ এর সময় আমি অনলাইনে ইংরেজি ব্লগিং এ জড়িত ছিলাম বেশি। জননেত্রী শেখ হাসিনা যখন লন্ডনে আসলেন, উনাকে বাংলাদেশে যেতে বারন করলো বাংলাদেশ ততকালীন সরকার। আমি তখন অনলাইনে ব্লগিং এ নেত্রীর খবরাখবর পোস্ট করতাম। আজকে ম্যাশ ভাই এরকম একটা ব্লগ এর লিঙ্ক একজন দিয়ে বললো, দাদা মনে আছে নাকি সেই দিন গুলোর কথা? আমাকে এফ,টি(ft) এক সাংবাদিক অনলাইনের ব্লগিং থেকে সনাক্ত করে নক করলো, তোমাদের নেত্রীর সাক্ষাতকার নিতে চাই। কিভাবে উনার কাছে পৌছা যায়? আমি সাথে সাথে মানিক স্যার এর নাম্বার দিয়ে বললাম, এই নাম্বারে যোগাযোগ করো। আশা করি ব্যবস্থা হয়ে যাবে। আমি আসলে এর আগেরদিন আমার খালাতো ভাই আইনজীবি নেতা ডাল্টন দার সাথে উনাদের টিমের সাথে নেত্রীকে দেখতে গিয়েছিলাম। তখনই মানিক স্যারের নাম্বার পেয়েছিলাম। পরে এফ, টিতে নেত্রী সাক্ষাতকার ও দিয়েছিলেন। লিঙ্ক দিলাম ম্যাশ ভাইর সেই ব্লগ এর এবং নেত্রীর সাথে দেখা করার দুটি ছবি।প্রথম ছবিতে ব্যরিস্টার মিল্টন ভাইকে দেখা যাচ্ছে। পরের ছবিতে ব্যরিস্টার হাফিজ ভাই। ডাল্টন দার কাছ থেকেই সংগ্রহ করা। তখন তো ক্যামেরা ছিলো না মোবাইলে। ডিজিটাল ক্যামেরা দিয়েই উঠানো- ছবির কোয়ালিটি একেবারেই নাই। docstrangelove/2007/04/25/breaking-bangladesh-military-government-losing-ground-in-bangladesh/
Posted on: Sat, 29 Nov 2014 23:15:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015