১৯৩২ সালে ২৩শে - TopicsExpress



          

১৯৩২ সালে ২৩শে সেপ্টেম্বর সমগ্র মুসলিম জাতির জন্য বেদনার দিবস, বিপর্যয়ের দিবস, ঘৃনা বা ধিক্কার দিবস যাহা দ্বারা সমগ্র মুসলিম জাতির জাতীয় জীবনে সর্বক্ষেত্রে আধাঁর নেমে আসে। এই নিকৃষ্ট কাফের এজিদের উত্তরসুরি স্বৈরাচারী, মানবতা বিরোধী, মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ-বর্বরতা-দস্যুতার ধারক বাহক ওহাবী গোত্রবাদ এবং ঘৃণ্য তবলিগীবাদ, প্রতারক শিয়াবাদ, কাদ্বিয়ানীবাদ, মওদুদীবাদ, আহলে হাদিস, আহলে কোরান, সালাফী ও ঘৃন্য তালেবানের অশুভ কুফরী হাত থেকে ঈমান ও ইসলামকে রক্ষা করা একান্ত অপরিহার্য।সুতরাং আমরা যদি নিজেদের সত্যিই মহামান্য খোলাফায়ে রাশেদীন, মহামহিম আহলে বায়েত, মহান সাহাবায়ে কেরামে, ইমামবৃন্দ ও আউলিয়ায়ে কেরামের আপন দাবী করি, মিথ্যা-অবিচার-জুলুম-শোষনের কুফরী হাত থেকে সমগ্র মানব মন্ডলীকে মুক্ত করতে চাই, সত্য-সুবিচার-মানবতার অধিকার ভিত্তিক ছুন্নী খেলাফত করতে চাই তাহলে ১৯৩২ সালে ২৩শে সেপ্টেম্বরকে মুসলিম জাতীর কালো দিবস হিসাবে আখ্যায়িত করে খেলাফত-ইমামত ও বেলায়েতের নির্দেশীত সত্য-সুবিচার-মানবতা অধিকার ভিত্তিক সমাজ-রাষ্ট্র ও বিশ্ব ব্যাবস্থা প্রতিষ্ঠার লক্ষে এযুগের একমাত্র সঠিক পথের নির্ভূল দিকদর্শন ছুন্নী আন্দোলনের কোন বিকল্প নেই। আসুন আমরা মুসলিম জাতীর প্রাণ কেন্দ্র ঈমানী রাজধানী পবিত্র মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কা মোকাররমাকে নিকৃষ্ট ওহাবীবাদের হাত থেকে রক্ষা করার জন্য ছুন্নী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কালো দিবস পালন করি।https://facebook/WorldSunniMovement ছুন্নী আন্দোলন, বাংলাদেশ। World Sunni Movement.
Posted on: Sun, 22 Sep 2013 02:37:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015