১৯৬০ সালের দিকে সিআইএ এক - TopicsExpress



          

১৯৬০ সালের দিকে সিআইএ এক অদ্ভুত অপারেশনে নামে যার নাম ছিলো ‘Operation Acoustic Kitty’। এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিলো বিড়ালদের ট্রেনিং দিয়ে তাদেরকে রাশিয়ান নানা গোপন সংবাদ আড়ি পেতে শোনার ব্যবস্থা করা! বিড়াল আবার কীভাবে মানুষের কথা বুঝবে? আসলে ব্যাপারটি ছিলো অনেকটা আমাদের ছোট বেলায় গল্পে পড়া ‘বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতোই’। এখানে বিড়ালগুলোর কানে মাইক্রোফোন আটকানো থাকতো, কলারের কাছে থাকতো একটি ট্রান্সমিটার আর লেজের সাথে থাকতো অ্যান্টেনা! সব ঠিকঠাক, প্রথম জেমস বন্ড বিড়ালটিকে কাজে পাঠানো হলো। কিন্তু দুঃখজনকভাবে বিড়ালটি মারা যায়। না, শত্রুপক্ষের হাতে না। এক ট্যাক্সি তার উপর দিয়ে চলে গিয়েছিলো... ১৯৬৭ সালে প্রকাশিত এক স্মারকলিপিতে এই প্রজেক্টটি সম্পর্কে এভাবেই উপসংহার টানা হয়েছিলো, ‘the program would not lend itself in a practical sense to our highly specialized needs’।
Posted on: Mon, 01 Dec 2014 09:29:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015