১৯৭১ সালে মুক্তিযুদ্ধে - TopicsExpress



          

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহন করে গাজীহয়ে বেচে আছেন তারা এখন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন এবং তাদের নামেন তালিকাও আছে আবার এটা আপডেটও হয় !! কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের কোন তালিকা নেই তাদের পরিবার কোন সুযোগ সুবিধা পাবেনা তার মানেকি যারা জীবন দিয়েছেন তারা বর্তমান সময়ের পেক্ষাপটে ভুল করেছেন??? আসলেই তো কোন তালিকা কি আছে? মুক্তিযুদ্ধে কতজন নিহত হয়েছিল তার কোন আদম শুমারি কেন করা হয় নাই? এইটা কি আমাদের ব্যর্থতা নয়? ৩০ লক্ষ দাবি আন্তর্জাতিক সম্প্রদায় বিনা প্রমাণে কেন মেনে নিবে? উকিপেডিয়াতে আমাদের স্বাধীনতার যুদ্ধের পেইজে বলা আছে নিরপেক্ষ গভেষণায় নিহতের সংখ্যা মাত্র ২ থেকে ৫ লক্ষ! en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War যেই স্বাধীনতা নিয়ে আমরা গর্ভ করি তার দলিলই আমাদের কাছে নাই। জোরালো কোন প্রামাণ নাই কতজন নিহত হয়েছে। ৩০ লক্ষের কম নাকি আরো বেশি নিহত হয়েছে তা আমরা আজও নিশ্চিত ভাবে জানি না। ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধভাবে কোন কিছু মেনে নিতে চাইবে না তখন তাদের কাছে আমরা কি জবাব দিব? ৪২ বছর পর যদি যুদ্ধাপরাধীর বিচার করা সম্ভব হয় তাহলে এখনো সময় আছে যুদ্ধে নিহতদের তালিকা তৈরি করার। না হলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা অপরাধী হয়ে থাকব। Bangladesh Liberation War Part of the Cold War Date 26 March – 16 December 1971 (8 months, 2 weeks and 2 days) Location East Pakistan Result Bangladeshi and Indian victory. Eastern Command of Pakistan Military collapse. Subsequent liberation of Bangladesh. Territorial changes East Pakistan, Eastern wing of Pakistan secedes to become independent state of Bangladesh.
Posted on: Tue, 11 Jun 2013 09:30:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015