১৯৭৫ সাল। বাংলাদেশ - TopicsExpress



          

১৯৭৫ সাল। বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট। এই রেজিমেন্টের প্রত্যেক অফিসার কাজ শুরু করতেন সকাল ৫.৩০। শুধু একজন সেকেন্ড লেফটেনেন্ট ছাড়া। এই অফিসার কাজ শুরু করত সকাল ১০টায়। সিও মেজর জেনারেল আজীজের আপত্তি তুড়ি মেরে উড়িয়ে দিত এই অফিসার। এই অফিসারের জন্য একটি বিশেষ ব্যবস্হা চালু ছিল। একটি মোটর বাইক রেডি থাকতো সবসময় এসকর্ট করার জন্য জাহাঙ্গীর গেইটে। সেনাবাহিনীতে নিয়ম হলো একজন অফিসার ৬ বছর দায়িত্ব পালনের পর বিয়ে করতে পারবে। কিন্তু এই সেকেন্ড লেফটেনেন্ট আর্মীতে জয়েন করার পর পর ই বিয়ে করেছিল। এই অফিসার সম্পর্কে তার সিও র মন্তব্য ছিল, He was ill behaved, he broke law in every possible way. No record in army yet when he got married. একদিনের ঘটনা। একজন মেজর র্যাংকের অফিসার তাকে বকা দেন তাকে স্যালুট না দেয়ার জন্য। ফলাফল, that officer was sacked and that officer was Major Nur. শেখ পরিবার কিলিং স্কোয়াডে তিনি অংশ নিয়েছিলেন। বর্তমানে নূর পাকিস্হানে অবস্হান করছেন। এই সেকেন্ডে লেফটেনেন্ট আর কেউ না, শেখ মুজিবের ২য় ছেলে শেখ জামাল। ১৯৭৫ এর মার্চে বাংলাদেশ আর্মীতে জয়েন করে। শেখ জামালকে বিশেষভাবে পাস করানো হয়। রেগুলার কমিশন্ড হয় জুলাইতে। এ বিষয়ে একজন সাবেক আর্মী অফিসারের( নাম উল্লেখ করছি না) মন্তব্য তুলে ধরছি, He failed once and that day he passed out, he was drunk শেখ জামালকে এক বছরের একটি শর্ট ট্রেনিং এ UK তে পাঠানো হয়েছিল। সেই সময় commission cost ছিল 500000 pound sterling. বাংলাদেশি টাকায় যা ৩ কোটি টাকা। Bangladesh Bank out of Military training Budget শেখ জামালের জন্য খরচ করে। UK তে অবস্হানের সময় শেখ জামালের সবচেয়ে উল্লেখ করার মত ঘটনা হলো, he was charged by Military police several times for visiting brothel several times and he was treated for VD in UK. UK থেকে একটি ডকুমেন্ট পাঠানো হয়েছিল বাংলাদেশ আর্মী হেডকোয়ার্টারে শেখ জামাল সম্পর্কে। কি ছিল সেই ডকুমেন্টে ? সেই ডকুমেন্ট নিজ চোখে দেখেছেন এমন একজন অফিসারের মন্তব্য এখানে তুলে ধরছি...... under section 55 he was given 28 days restriction for visiting red light district and his medical report said his VDRL was positive and 2 million units of penicillin treatment was given. these documents were called back by ministry of defense but never return শেখ জামাল দেহপসারিনীদের সাথে অধিক মিলনের জন্য যৌন রোগে ভুগছিলেন। এরজন্য তাকে পেনিসিলিন ট্রিটমেন্ট নিতে হয়। শেখ মুজিবের সুযোগ্য পুত্রের সত্য কাহিনী আপাতত এখানেই শেষ করলাম। তথ্য যাচাই ও অধিকতর তথ্যের জন্য ৭৫ সালে ঢাকা সেনানিবাসে কর্মরত কোন সেনা অফিসারকে জিজ্ঞাসা করলে জানতে পারবা। copy
Posted on: Sat, 09 Aug 2014 03:47:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015