২য় বিশ্বযুদ্ধের পরবর্তী - TopicsExpress



          

২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জন্মগ্রহণ করা জনসংখ্যাকে বেইবি বুমারস নামে অবহিত করা হয়। আরো নির্দিষ্ট ভাবে বলতে গেলে ১৯৪৬ সাল থেকে ১৯৬৪ সাল, এই ২০ বছরের মাঝের যে জেনারেশনটা আছে তাকে বেইবি বুমারস বা জেনারেশন-এক্স বলা হয়। বিশ্ব অর্থনীতি, সমাজ, সংস্কৃতিতে এই বেইবি বুমারসদের ইনফ্লুয়েন্স সবচাইতে বেশি। কয়েকটা উদাহরণ দিলেই বুঝা যাবে কেন এদের ইনফ্লুয়েন্স সব চাইতে বেশি। বেইবি বুমারস জেনারেশন এর সব চাইতে বিখ্যাতদের মাঝে অন্যতম হলেন স্টিভ জবস, বিল গেটস, মাইকেল ডেল (Dell Inc.),বিল ক্লিন্টন, বারাক ওবামা, মাইকেল জ্যাকসন, ডেবিড গিলমোর, দিয়েগো ম্যারাডোনা প্রমুখ। নামগুলো দেখেই বুঝা যাচ্ছে কতটা ইনফ্লুয়েন্স এরা রেখেছে। চিন্তা করা যায় যদি স্টিভ জবস Apple Inc. না বানাইতো বা বিল গেটস মাইক্রোসফট না বানাইতো তো আমরা এখনও কোথায় থাকতাম! এই বেইবি বুমারস জেনারেশন এতটাই ওয়েলদি যে ইংল্যান্ডের বেইবি বুমারসরা ইংল্যান্ডের মোট সম্পদের ৮০% এর মালিক! সারা পৃথিবীর মোট সম্পদের অর্ধেকের মালিক এই বেইবি বুমারস জেনারেশন! ২০০৮-০৯ সালের দিকে এরা যখন রিটায়ার করা শুরু করল তখন বিশ্ব অর্থনীতি স্লথ হয়ে আসল। পরবর্তীতে সেটা ডিপ্রেশনে রূপ নিল। কিন্তু এতকিছুর মাঝেও একটা ইন্ডাস্ট্রি, যেটা কিনা অনেক আগেই ম্যাচিউর, সেই ফারমাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির কিছুই হয় নাই। ২০১৪ সালে যখন বিশ্ব অর্থনীতি মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখনও জনসন এন্ড জনসন এর টোটাল টার্নওভার ৬৫ বিলিয়ন ডলারের বেশি! এর কারণ কি? কারণ এই বেইবি বুমারস জেনারেশন। এরা এখন ম্যাক্সিমাম বুড়া হয়েছে। এদের কনজামশন প্রেফারেন্স এখন ড্রাগস এর উপর। এরা যেহেতু এই সেক্টরটাকে গুরুত্ব দিচ্ছে তাই বৈশ্বিক মন্দাও এই সেক্টরকে স্পর্শ করতে পারছে না। Courtesy :: রাশেদ সাইফুল
Posted on: Mon, 29 Dec 2014 10:04:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015