২০০৬ সালের ৬ঈ এপ্রিল - TopicsExpress



          

২০০৬ সালের ৬ঈ এপ্রিল আমার এসএসসি এক্সাম শেষ হয়। ওইদিনই আমি আমার লাইফের ফার্স্ট একোস্টিক গীটারটা কিনি। এরপর বহু রাত ওইটা নিয়া টুংটাং করে কেটে গেসে। কখনো কখনো বাজাতে বাজাতে ঘুমিয়ে গেসি, কখনো কখনো সারারাত কেটে গেসে। এত বছর পর অনেক কিছুই অনেক ডিফারেন্ট। গীটার সেল করে দিসি, ভাবসিলাম লাইফে আরো অনেক কিছু আছে যা অনেক ইম্পোর্টেন্ট, ক্যারিয়ার, হাবিজাবি। ছোটখাট জব করা শুরু করসি, সারাদিন মোটামুটি অফিসে চলে যায়। কিসু জুনিওর মাঝে মাঝে বিভিন্ন ইউটিউব লিংক দিয়া বলে, ভাই, শোনো, বাট আমার শোনা হয় না। হটাৎ কোথাও কোন গীটার পাইলে হাতে নি, বাট বাজাইতে ভয় হয়, আংগুলগুলো আগের মতন সাড়া দেয় না। লাইফে গীটারগুলো ধ্রুবক ছিল, কখনো অভাব বোধ করতে দেয় নাই শুন্যতার। যে গীটারগুলো রাতের পর রাত আমাকে সংগ দিসিল, বিভিন্ন কারনে আমার লাইফ থেকে আমি তাদেরকে বের করে দিসি। বাট একটা জিনিস বলি, never quit your passion. otherwise u have to regret it sometimes badly.
Posted on: Tue, 22 Jul 2014 19:49:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015