২০১১ সাল থেকে জ্বালা - TopicsExpress



          

২০১১ সাল থেকে জ্বালা মানে Z বাংলা চ্যানেলে দেখাচ্ছে "সাত পাকে বাঁধা".... সিরিয়ালটা কি কি দেখাল এনালাইজ করলাম > ১. নায়িকা দুষ্টুবিয়ার আসর থাইক্যা নায়ক রাজার সাথে পালাইছে এবং বিয়ে ছি ছি ছি... ২. রাজার মা ২ জন বাবা ২জন ! (অন্য কিছু ভাইবেন না, রাজা হারাইয়া গেছিল) ৩. এতো বড় এক্সিডেন্টেও রাজা সাহেব মরেন নাই... উনার প্লাস্টিক সার্জারী করার পর শুধু চেহারা না, হাইটও কমে গেছে... এটা দেখাইতে এক বছর লাগছে... ৪.#দুষ্টুরাণী যে রাজা সাহেব স্ত্রী তা ডিএনএ টেষ্ট করেও প্রমাণ মিলে নি ! হাউ লুল... ! ৫. আরেক চরিত্র হলো মেঘা... যে নিজের বাচ্চা রে দুষ্টুরাণীর বাচ্চা বলে চালিয়ে দেয়.... ৬. কোন দৃশ্যে কেউ দরজা ধাক্কালে দরজা খোলা হয় পরের পর্বে গিয়া..... আর মেজ বৌ ই সব সময় দরজা খুলে... ৭. আরেক পরিবারে আবার সম্পত্তির জন্য ভাই ভাই কে খুন করছে ! ভাতিজা রে অনাথ আশ্রমে দিছে... ! পুরাই ছিঃনেমা... ৮. মেঘার জামাই আর এক পোলা থাকার পরও রাজার কাছে বিয়া বসতে চায় সম্পত্তি পাইবার আসায় ! হোয়াট এ পরকীয়া ! ৯. যতো ই ঘটনা ঘটুক না কেন কারো মেকআপ নষ্ট হয় না... কাঁদলেও না... হাও ফানি ! ১০. রাজা সাহেব সুপার হিরো বস... উনার প্রেমে আরও একজন পড়ছেন... নাম তুশি... বউ থাকার পরও কি ভাগ্য ! এইসব দেখাইতে দেখাইতে ১৫০০ পর্ব হইয়া গেছে ! হায় হায়.... এই তো গেল সাত পাকে বাঁধা... আরো আছে... রাশি, অগ্নীপরীক্ষা, সতী, সই etc.... খেলা দেখার ফাঁকে জি বাংলায় একটু চোখ বুলাই জাষ্ট মাগার সিরিয়াল দেখার জন্য না... মেয়েরা জি বাংলায় এসব দেখে কি শেখেন তা একটুবুঝার জন্য... বুঝলাম... আসলেই... "জ্বালা মানে Z বাংলা..." — লিখা - জাফর আহমেদ
Posted on: Sat, 29 Jun 2013 06:17:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015