২৭/০৯/১৩ সকাল ১০টা - TopicsExpress



          

২৭/০৯/১৩ সকাল ১০টা ----------------------------------------- ৩৫ বছর বয়স্কা এক বিবাহিত মহিলা ইমার্জেন্সি বিভাগের মাধ্যমে ভর্তি হয়েছেন ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের ৫৩০ নং ওয়ার্ডের ৭ নং বেডে । ৩ দিন ধরে জ্বর, পিঠ ব্যথা, আর বমি ছিল মেইন প্রব্লেম সেই সাথে সকাল থেকে শুরু শ্বাস নিতে কষ্ট। পরীক্ষা করে দেখলাম রোগি শকে চলে গেছে (সেপ্টিক/হাইপোভলুমিক/কার্ডিওজেনিক), আগে থেকে কোন শ্বাস কষ্টের , ডায়াবেটিস(যদিও capillary BG পাই ১৯.১mmol/L) বা হাই প্রেসারের বা IHD বা এমনকি দীর্গঘ দিন ভুগেছেন এমন কোন হিস্ট্রি রুগীর এটেন্ডেন্ট দিতে পারে নি । ফিজিক্যাল এক্সামিনেশন করেই রোগীর সব আত্মীয় স্বজন্দের ভাল করে কাউন্সেলিং করে দিলাম যে আপনাদের রোগীর অবস্থা সংকটাপন্ন যে কোন মুহূর্তে এক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমরা যথা সাধ্য চেষ্টা করছি স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য(resuscitate) । অবস্থা বেগতিক দেখলে ICU বা CCU তে শিফট করতে হতে পারে । সেক্ষেত্রে ICU cost অনেক বেশি কম বেশি প্রতিদিন ২৫০০০ টাকা হতে পারে । আমার কথা শুনে মহিলা এটেন্ডেন্টরা কান্নায় ভেঙ্গে পড়েন আর মুরুব্বি গোছের যে পুরুষ লোক ছিলেন আমাকে to the best try করার জন্য আশ্বাস দিলেন । শুধু তাই না যখন আমি বললাম এর ফেইট যেটাই হোক আপনাদের মেনে নিতে হবে। তখন তাদের সম্মতিসূচক মন্তব্য , "সে তো অবশ্যই!!!" আমি আমার মত কাজ শুরু করলাম। আমাদের RP একজন সহকারী অধ্যাপক , এমডি , কার্ডিওলজি - তাঁকে ফোন করে তাঁর নির্দেশমত সব করতে লাগলাম । fluid challenge দিয়ে কিছুক্ষণ পরপর ফলো আপ করতে লাগলাম in the mean time রুটিন সব পরীক্ষা পাঠিয়ে দিলাম CBC, RBS, ELECTROLYTE, UREA,CREATININE, TROP-I,CXR, ECG , BLOOD C/S, URINE R/E, SGPT, BILIRUBIN রেজাল্ট পেন্ডিং কিন্তু চিকিৎসার কোন ত্রুটি রাখিনি। iv ceftriaxone, 1L NS @running with close monitoring of any s/s of fluid overload, high flow oxygen(spo2^93%), nebulization , I/O,temp & DM chart maintenance কিন্তু BP বাড়ানো যায় নি । এবং ঘন্টা খানেকের মধ্যে অবস্থা আরও খারাপ হয়ে যায় বেগতিক দেঝে ইমিডিয়েট ২ ভায়াক cotson দিয়েই CPR দেয়াও শুরু করি। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। এর পরের ঘটনা যা ঘটেছে তা আমার জীবনে আর কখনও ঘটে নি। আমি যেই না CPR শেষ করে ডেথ কনফার্ম করার জন্য ECG দাঁড়িয়ে থেকে করিয়ে নিয়ে ডেথ ডিক্লারেশনের জন্য ও কনসালট্যান্টের সাথে কথা বলার জন্য আমার রুমের অভিমুখে যাত্রা করেছি ওমনি পেছন থেকে ৫টা Gents like jiant female ভাংচুর শুরু করেছে স্যালাইন সট্যান্ড ছুঁড়ে মারছে ডাক্তারকে মারার জন্য। টোলার বাগ ও আশেপাশের আরও ক্যাডার ততক্ষণে হাজিড় সাথে পুলিশও। বোর্ড্রুমে জরুরী মিটিং বসে। আমার বিরুদ্ধে তাদের অভিযোগ- *আমি কোন চিকিৎসা দেয় নি *আমি তাদের কাছ থেকে ICU পাঠানোর নাম করে নগদ ২৫০০০ টাকা ১ ঘন্টা আগেই নিয়ে নিয়েছি *আর রুগী যখন খারাপ হয়েছে তখন আমি তদের হাত থেকে ২৫০০০ টাকানিয়েই দৌড় দিয়েছি *আর শেষ পর্যন্ত ভাংচুর তারা করে নি যা ভাঙ্গার সব নাকি আমিই ভেঙ্গেছি আগামীকাল আমাকে শূলে চড়ানোর জন্য পুনরায় বোর্ড মিটিং হতে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে কেন এই মিথ্যাচারিতা? আমাকে কেন তারা ফাসাতে চাচ্ছে? এখানে তাদের কি লাভ? ডাক্তার যদি হঅয় সবার কাছে সম্মানিত ব্যক্তি তাহলে এ কেমন সম্মান ডাক্তার হিসেবে আমি পেলাম যেকহানে আমার কোন ভুল ছিল না!!! এই জন্যই বলি বড় হারামি আর বেঈমান এ বাঙ্গালি জাতি। //// ডাক্তার না বাটপার ভুলে গেছি কোন্টা -------------------------------------------- লিখে পাঠিয়েছেনঃ ডাঃ অনুপ্রণ পাল
Posted on: Sat, 28 Sep 2013 17:17:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015