৫/৬ বছর আগে চ্যানেল-আই’এ - TopicsExpress



          

৫/৬ বছর আগে চ্যানেল-আই’এ একটা কাজে গিয়েছি... করিডরে দাঁড়িয়ে গল্প করছি এমন সময় দেখলাম আমাদের ঠিক সামনে দিয়ে কাফেলার উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হেঁটে যাচ্ছেন উনাকে আমি হাসি মুখে বললাম, “স্লামালিকুম” উনি হাসি মুখে কাছে এসে বললেন, ‘ওয়ালাইকুম আসসালাম... কি নাম আপনার ভাই?’ “আমার নাম আরিফ রেজা” ‘তো আরেফ রেজ্জা সাহেব, আপনার পরিবার কেমন আছে?’ “হুজুর আমার নাম আরিফ রেজা... আরেফ রেজ্জা না” ‘হোক .. কিন্তু আরেফ রেজ্জা শুনতে তো ভালো লাগে... স্মার্ট লাগে’ ... আমি যার সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম, সে তখন হুজুরকে বললেন, ‘শুনতে স্মার্ট লাগলেও যেটা ঠিক সেটাই তো ডাকা উচিত না হুজুর?’ এবার হুজুর আমার দিকে তাকিয়ে বললেন, ‘আপনিও কিন্তু প্রথমে এই ভুলটাই করেছেন... শব্দটা আসসালামু আলাইকুম ... স্লামালিকুম না... আমরা স্মার্টনেস দেখাতে যেয়ে যদি আসল শব্দই যদি বিকৃত করে ফেলি... তাহলে হবে?’ খুব লজ্জা পেয়েছিলাম সেদিন সেদিনের পর থেকে; আমাকেও কেউ স্মার্টনেস দেখিয়ে ভুল উচ্চারনে সালাম দিলে, আমি তাকে আস্তে করে ডেকে নিয়ে আমার স্মার্টনেস দেখিয়ে দিতাম উনার সাথে প্রথম দেখা হওয়ার পর, আরও অনেকবার দেখা হয়েছে। যতবারই দেখা হয়েছে... ততবারই, উনি আমাকে আগে সালাম দিয়েছেন যাতে আমি শুধরে নেয়ার পরেও উনার সামনে সালাম দিতে যেয়ে লজ্জা না পাই গতকাল, অত্যন্ত নৃশংস ভাবে তাকে হত্যা করা হয়েছে প্রচন্ড খারাপ লাগছে খবরটা দেখে... হ্যাঁ জানতাম যে ভালো মানুষ বেশীদিন বাঁচে না... কিন্তু এটা জানতাম না যে ভালো মানুষের বিদায়টা, এতটা নৃশংস হতে হয় জানলে, বোধকরি ভালো মানুষতা উঠে আসতো না... আসবেও না অনেকের বেলায় অনেককে বলতে শুনি; অমুক লোকটা মিচকা-শয়তান... বা, তমুক লোকটা মিচকা-ফাজিল কয়েকদিন পরে হয়ত শুনব; অমুক লোকটা মিচকা ভালো মানুষ কারণ, এভাবে ভালো মানুষদের জোর করে পাঠিয়ে দেয়ার ট্রেন্ড চলতে থাকলে, কার ঠ্যাকা পড়েছে মাথা উচু করার? আল্লাহ উনাকে বেহেশতে নসীব করুন Arif R Hossain
Posted on: Sat, 30 Aug 2014 17:21:17 +0000

Recently Viewed Topics




© 2015