৭১ এর শহীদরা কি জানত যে - TopicsExpress



          

৭১ এর শহীদরা কি জানত যে একদিন তাদের রক্তের সাথে বেইমানি করা হবে ? আজ বেইমানেরা তাদের রক্তে কেনা এই পবিত্র দেশ অলি আউলিয়ার উলামা মাশায়েখদের পুনহভুমি বাংলাদেশে বোরকা নিষিদ্ধ হচ্ছে। হাসিনা নাস্তিক মুর্তদ দের শাড়ির আঁচলে ঢেকে রাখছে। জয় রাম মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চাইছে। শতও শত বৎসরের ঐতিযযহে লালিত বাংলার সর্বজন শ্রদ্ধেয় আলিম উলামা পীর মাশায়েখদের জেল জুলুম রিমান্ড মিথ্যা অপবাদে কলুসিত করা হচ্ছে। বাংলার সংস্কৃতিতে উলঙ্গ বেহায়াপনা ঢুকিয়ে ডিজিটালের বুলি আউর্হাচ্ছে। সংবিধান বই পুস্তক কাগজে কলমে রাস্তায় ঘাঁটে মসজিদ মাদ্রাসা নিধন করে ইসলামের সেবক দাবি করছে। আজ তাদের আত্মাগুলো হাউ মাউ করে চিৎকার করছে এ কি হচ্ছে ? আমরা তো এই স্বাধীনতা চাঁই নি। আমরা চেয়েছি এমন একটা দেশ যে দেশে থাকবে না নিজেদের মধ্যে হানাহানি মারামারি থাকবে না ইসলাম বিরুধ কাজ। থাকবে না নারী ধর্ষন থাকবে না গনহত্যা। কিন্তু এখন তার ঠিক উল্টা কাজ কেন হচ্ছে??? Plz like this admin page আব্দুল ওয়াদুদ শিমুল
Posted on: Mon, 16 Sep 2013 18:56:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015