৭২০ কোটি মানুষ নিয়ে - TopicsExpress



          

৭২০ কোটি মানুষ নিয়ে আমাদের পৃথিবী। এখানে আমরা কেউই Important নই। একদুজন হারিয়ে গেলে পৃথিবীর কোন ক্ষতি হবে না। ঠিক যেমন সমুদ্র থেকে দু এক ফোটা পানি সরিয়ে নিলে সমুদ্রের সামান্যতম এদিক ওদিক হয় না। এখানে আপনি আমি কেউই অপরিহার্য নই। আমি, আপনি না থাকলে এই গ্রহের কিছুই যায় আসে না। হারিয়ে যাওয়া মানুষগুলোর ফেলে যাওয়া জায়গাটি Replace করতে প্রতি মূহুর্তে আসছে অসংখ্য মুখ। কিন্তু কিছু কিছু মানুষের জীবন থেকে আমরা হারিয়ে গেলে, তা হয়ে যায় বিরাট ক্ষতির কারন। এই ক্ষতি হয় অপূরনীয়।।। এই মানুষগুলোর জীবনে আমাদের অংশটুকু কোন ভাবেই, কিছু দিয়েই Replace করার নয়। ঐ গুটিকয়েক মানুষগুলোর সাথে আমাদের জীবন একটা অদৃশ্য রশি বা সুতো দিয়ে বাধা থাকে। এই সুতোর নাম, মায়া....... এই রশিটির নাম, ভালোবাসা........ কিন্তু আমরা অনেকেই যার মর্মটা উপলব্ধি করতে পারি না। যখন উপলব্ধি করি তখন অনেক দেরি হয়ে যায়............ -------জয়ন্ত-------
Posted on: Wed, 14 Jan 2015 07:06:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015