৯০ মিনিট , ৯০ মিনিট আছে - TopicsExpress



          

৯০ মিনিট , ৯০ মিনিট আছে তোমাদের কাছে । হয়ত এটা তোমাদের জীবনের সবচেয়ে ইনপরট্যান্ট ৯০ মিনিট। আজ তুমি ভাল খেল অথবা খারাপ , এই ৯০ মিনিট তোমার সারাজীবন মনে থাকবে । তো কিভাবে খেলবা সেটা আজ আমি বলব না , শুধু এইটুকু বলব, যাও আর এই ৯০ মিনিট জীবনের সেরাটা খেল । কারণ এরপর আগামী দিন গুলোতে কিছু ভাল হোক আর না হোক , কিছু থাকুক আর না থাকুক , তুমি হারো অথবা জিতো , তোমার এই ৯০ মিনিট কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না । তাই আমি ভেবেছি যে এই ম্যাচ এ তোমরা কিভাবে খেলবা সেটা আমি বলব না ,সেটা তোমরা বলবে, তোমাদের খেলার মাধ্যমে । কারণ আমি জানি এই ৯০ মিনিট এই টীম এর প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের জীবনের সেরা ফুটবল খেলে তাহলে এই ৯০ মিনিট তোমাদের খুদা ও ফেরত চাবে না । তাই যাও , নিজের জন্য , তোমার খুদার জন্য , জীবনের জন্য আর সেইসব মানুষ যারা তোমাদের উপরে ভরসা করছে না তাদের জন্য এই ৯০ মিনিট খেল । হিন্দী থেকে খানিকটা বঙ্গানুবাদ করে শাহ রুখ খান এর চাক দে ইন্ডিয়ার ফুটবলীয় ভার্সন ফর ব্রাজিল । ও আর একটা ব্যাপার খেলা অতিরিক্ত সময়ে গেলে কিন্তু সাথে ৩০ মিনিট যোগ করতে হবে :P আমার মনে হয় ব্রাজিলকে উদবুদ্ধ করতে স্কোলারি নিশ্চয়ই এর থেকেও ভাল কিছু বলেছেন । তারপরেও এই স্টাটাস টা দেয়ার অর্থ হচ্ছে I do believe some times life is a cinema যদিও সচরাচর সেটা ঘটে না তারপরও সেই সিনেমা দেখার জন্য রাত ২ টায় বসব ।। We have nothing to lose । যা হারানোর কোয়ার্টার ফাইনালে হারিয়েছি ।। তাইতো নেইমার - সিলভা বিহীন তোমাদের সেরা খেলাটা দেখার অপেক্ষায় আছি । জানি শক্তির দিক থেকে বর্তমান ব্রাজিল জার্মানীর চেয়ে দুর্বল কিন্তু ইতিহাস তো ধোকা দেয় না তাই আবারও আশায় বুক বেঁধে রইলাম ।
Posted on: Tue, 08 Jul 2014 07:29:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015