--আমার কিউটি ডল সুইটি - TopicsExpress



          

--আমার কিউটি ডল সুইটি লক্ষ্মীসোনা কি করো? --আমার সুইটহার্ট বান্দরের সাথে কথা বলতেছি। --তোমার স্বামী হতে বান্দর হনুমান ভেড়া গাধা সব হতে পারি। --ওমা তাই! তাইলে গাধাই হও বেশ ভালো হবে। --স্বামীরা স্ত্রীদের কাছে সারাজীবন গাধাই হয়েই থাকে। --আচ্ছা শোন লক্ষ্মীবউ সুইট জানু তাহলে আমরা নেক্সট উইকে কক্সবাজার যাচ্ছি। --মাথা খারাপ ভুলেও এটা আর কখনো বলবা না আমি পারবো না। --প্লিজ বেবী এভাবে আমাকে কষ্ট দিওনা আমি মরে যাব। --না জান সত্যিই পসিবল না। --রুপা তুমি কি সত্যিই আমার সাথে কক্সবাজার যাবেনা? --প্লিজ বুঝার চেষ্টা করো বাড়িতে জানাজানি হয়ে গেলে আমায় মেরে ফেলবে। --আমি এতকিছু জানতে চাইনা জাস্ট হ্যাঁ অথবা না? --প্লিজ নিলয় Try to understand its not possible anyway. --Ok then never try to communicate with me from now. --প্লিজ নিলয় তুমি অন্যকোথাও বলো আমি যাব কিন্তু এতদুরে possible না। --আরে নেক্সট উইকে ভার্সিটি থেকে স্ট্যাডি ট্যুরে যাবে আমরা ওখানে যাচ্ছি বলে কক্সবাজার চলে যাব কেউ জানবে না। --এটা কি ঠিক হবে দেখ আমরা অবিবাহিত দুজন লোক কিভাবে একসাথে এতদুর যাব। --দেখ ভালবাসার মুল ভিত্তি বিশ্বাস কিন্তু আফসোস তুমি আমাকে বিশ্বাসই করতে পারনি সত্যিই সেলুকাস।। --দেখ আবার শুরু করেছে আচ্ছা যাব তবে কন্ডিশন উল্টাপাল্টা কিছু করবা না। --আমি তোমার দেহ নয় মনকেই ভালবাসি। --আচ্ছা বুঝলাম জনাব সরি লক্ষ্মীটি কিন্তু পার্কে দেখা করলেই তুমি অনেক দুষ্টুমি ওখানে কি যে করো। এক সপ্তাহ পর ফ্যামিলিতে স্ট্যাডি ট্যুরের কথা বলে নিলয়ের সাথে রুপা কক্সবাজার যায়। --শোন ম্যানাজারকে বলবে আমরা স্বামী স্ত্রী বলে পরিচয় দেবে। --কি বলো এসব? --হুম না হলে ঝামেলা হবে। -- আমরা তো আলাদা রুমে থাকবো তাহলে সমস্যা কেন হবে? --বোকা নাকি এখানে হোটেল অনেক ব্যয়বহুল দুই রুম কিভাবে নেব আর সবাই সন্দেহ করবে প্লিজ বুঝার চেষ্টা কর? --আমি এক রুমে থাকতে পারবোনা। --আমি নিচে শোব। --তবুও একটা সংকোচ কাজ করতেছে। --আমাকে বিশ্বাস করোনা আমি এমন কিছু কি করবো না যাতে তোমার ক্ষতি হয়? --বিশ্বাস করি বলেই এতদুর এসেছি। অবশেষে নিলয়ের জেদের কাছে হার মেনে একই রুমে থাকার জন্য রাজি হয় রুপা এরপর নিলয়ের আসল রুপ ধরা পড়ে তার চোখে।রাত প্রায় এগোরটার কাছাকাছি বিছানায় শুয়ে কথা বলছে নিলয় এবং রুপা। --এই এবার নিচে যাও নাহলে আমি যাচ্ছি খুব ঘুম পাচ্ছে। --আর একটু থাকি? --না আমার খুব ঘুম পাচ্ছে। --একটা কিস করি? --না ছিঃ আমি বিয়ের আগে এসব কিছুই করবোনা। কিন্তু নানাপ্রকার ব্ল্যাকমেইল করে রুপার জীবনের মুল্যবান সবকিছু কেড়ে নেয় নিলয় সাথে ভিডিও করে নেয় অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য গুলো।এরপর রুপাকে একে একে সব বন্ধুকে দিয়ে ভোগ করায় নিলয় অবশেষে ভিডিও ক্লিপটা ইন্টারনেটে ছেড়ে দেয় সমস্ত এলাকায় দেশে ছড়িয়ে পড়ে অনেক লাঞ্চিত হয় রুপা এবং তার ফ্যামিলি এমন পরিস্থিতি যে রুপা মরলেই যেন সবাই বাঁচে তাই কোন একদিন রুপা নামের মেয়েটি জীবন থেকে অবসর নিয়ে পরকালে পাড়ি জমায় এভাবে নিলয়ের মত হিংস্র বিকৃত মানসিকতার মানুষের লালসার স্বীকার হয়ে হাজার হাজার রুপারা হারিয়ে যায়। কিছুদিন পর সবাই ভুলে যায় আর একজন রুপা ভিক্টিম হয় এবং আর একজন। কিন্তু এক্ষেত্রে রুপারাও কম দায়ী নয় কারন প্রেম ভালবাসা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ।তবে এটাও ভাবতে হবে প্রেম জীবনের একটা অংশ মাত্র তাই বলে এই প্রেমের জন্য নিজের সতীত্ব কেন বিলিয়ে দেবে ওরা? আর তারা কখনো প্রকৃত প্রেমিক হতে পারেনা যারা প্রেমিকার দেহ ভোগ করাকেই বেশী প্রাধান্য দেয়। আর পৃথিবীতে যতবড় সুযোগ সুবিধা দামী অপার আসুক না কেন সতীত্বের চাইতে তা মুল্যবান নয়। একবার চোখ বন্ধ করে যদি ভাবুন যে আপনার দেহ কেউ ভোগ করেছে তা কতটা অপমানের বিবেকবোধ থাকলে সে মেয়ে হোক কিংবা ছেলে। যদি দেহই মুল হত অনেক দুরে থেকে কিছুকিছু মানুষ সারাক্ষণ তার প্রিয় মানুষটিকে মিস করে যেতনা অপেক্ষায় থাকতোনা একটি মেসেজ কিংবা একটি ফোন কলের জন্য ঘন্টার পর। আর এটাই প্রকৃত ভালবাসা যে তাকে স্পর্শ করতে পারবেনা জেনেও ভালবেসে যাবে। ভালবাসা স্রষ্টা প্রদত্ত ঐশ্বরিক দান যা পবিত্র অনুভূতি। তবে দুর্ভাগ্য পৃথিবীতে প্রকৃত প্রেম সবসময় নিলয়ের মত ভোগবিলাসী মানুষের ভাগ্যই জুটে আর প্রেম পুজারী মানুষ গুলো সবসময় অবজ্ঞায় অবহেলায় নিক্ষেপিত হয় নিয়তির আস্তাকুড়ে।
Posted on: Fri, 14 Nov 2014 16:26:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015