- ২০১৬ সালের পর বাংলাদেশে - TopicsExpress



          

- ২০১৬ সালের পর বাংলাদেশে আর কোন দারিদ্রতা থাকবে না । There will be no দারিদ্রতা in Bangladesh. এই দারিদ্রতা কে যদি আপনে ষোল সালে খুঁজতে চান , তাহলে আপনাকে কোথায় যেতে হবে? National Museum । শাহবাগ । - আরে মিঠু ভাই , আমিও তো এই কাজ ই করি । আপনে জানলেন কেমন করে ? আমিও তো রাত জেগে Spoken English এর বই পড়ি আর গুলশান এলাকায় ঘোরাঘুরির সময় ভাবি , যদি কোন বিদেশিনীর সাথে পরিচয় হয় , তাহলে তাকে ঠাশ ঠাশ করে ইংরেজি বলে পটিয়ে তার সঙ্গে বিদেশ চলে যাবো । পুনশ্চ : another Mostofa Sarwar Farooki classic is coming ... What a Trailer !!! পুনশ্চ ২ : আর চিরকুট এর কাজ ই তো হল হৃদয়ের অনুভূতি গুলো কে ভেঙ্গে চুরে দলা পেঁচিয়ে অসীমে ভাসিয়ে দেয়া । ট্রেইলার এর মাঝে মাঝে যতটুকু ব্যাকগ্রাউন্ডে শুনেছি , তাতেই বোঝা যায় যে চিরকুট তাদের জাদু নিয়ে আবারো হাজির । নিরুদ্দেশে যায় যে সে যে সিন্দাবাদের মত বাড়াবাড়ির সময় তার এইভাবে আর কত ...... পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ... উড়িয়া উড়িয়া মানুষ দেখো ... ওড়ে আহারে ...!!! পুনশ্চ ৩ : Cinema is like a festival to me. I like to celebrate it. Hope, পিঁপড়াবিদ্যা would be such an event of celebration. Good Luck... :)
Posted on: Thu, 16 Oct 2014 16:05:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015