2k14 বছর টা খুব বেশী ভালো না - TopicsExpress



          

2k14 বছর টা খুব বেশী ভালো না গেলেও, তেমন একটা খারাপ ও যায় নি । প্রফেশনাল দিক থেকে যা চেয়েছি, তার থেকেও অনেক গুণ বেশী পেয়েছি । ব্যক্তিগত জীবনে প্রাপ্তি বলতে গেলে কয়েকটা ভালো বন্ধু, অনেক জোস কত গুলো বড় ভাই-আপু । আর যা হারিয়েছে তা নিয়ে, বিন্দুমাত্র আফসোস নেই । হয়তো আমার নিজের চাওয়াতেই কমতি ছিল । lastly, 2k14 - you will be remembered. :) Okay, so from tomorrow 2k15 gonna start. অনেক বেশী চাওয়া-পাওয়া আছে বছরটা নিয়ে । নতুন বছরে কোন resolution নেই । কারন কোনটাই রাখতে পারি না । :v বছরের শেষ পর্যন্ত যেতে যেতে হয়তো অনেক সমীকরণই পাল্টে যাবে । but till then, hope for the best. :) সামনে H.S.C & ADMISSION TEST নামক প্যারা আছে । ভালোমত যেন উতরে যেতে পারি, তাই সবার আর্শীবাদপ্রার্থী । may god bless everyone. :)
Posted on: Wed, 31 Dec 2014 11:24:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015