AH-64 Apache Helicopter ৬৫ মিলিয়ন ডলার - TopicsExpress



          

AH-64 Apache Helicopter ৬৫ মিলিয়ন ডলার মূল্যের এই হেলিকপ্টারটি সর্বকালের সর্বসেরা যুদ্ধাস্ত্র হিসেবে বিবেচিত হয়। অ্যাটাকিং হেলিকপ্টারের রোল পালনকারী এই হেলিকপ্টারটি একসাথে ১৬টি অ্যান্টি-ট্যাংক মিসাইল ছুঁড়তে সক্ষম। তার পাশাপাশি মিনিটে ৭০টি রকেট ও ৩০ মিমি মেশিনগান এটিকে একটি ভয়ংকর মারণাস্ত্র হিসেবে গড়ে তুলেছে। যেকোন পরিস্থিতে, যে কোন পরিবেশে, হোক তা ধূ ধূ মরুভূমি কিংবা কনকনে বরফশীতলপাহাড়, এই হেলিকপ্টার আক্রমণ চালাতে পারে অত্যন্ত সাবলীল ভাবে। নির্ভূলভাবে লক্ষ্যভেদ করে শত্রুকে নির্মূল করতে পারে। বলা হয় একটি AH-64 Apache হেলিকপ্টার একসাথে দশটি ট্যাংকের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে সক্ষম। যদিও এটি বিশ্বের দ্রুততম হেলিকপ্টার নয়, তারপরও এই হেলিকপ্টারটি ঘন্টায় সর্বোচ্চ ৩২০ মাইল ছুটতে সক্ষম! বহুল আলোচিত অপারেশন ডেজার্ট স্টর্ম ও অপারেশন ইরাকী ফ্রিডম এ এই হেলিকপ্টার সাফল্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এক নজরে AH-64 Apache : Type : Attack Helicopter Place Of Origin : United States of America Crew : 2 (Pilot, and Co-pilot/Gunner) Length : 58.17 ft (17.73 m) (With Both Rotors Turning) Rotor Diameter : 48 ft 0 in (14.63 m) Height : 12.7 ft (3.87 m) Disc Area : 1,809.5 ft² (168.11 m²) Empty Weight : 11,387 lb (5,165 kg) Loaded Weight : 17,650 lb (8,000 kg) Max. Takeoff Weight : 23,000 lb (10,433 kg) Powerplant : 2 × General Electric T700-GE-701 and Later Upgraded to T700-GE-701C (1990–Present) & T700-GE-701D (AH-64E) Turboshafts, -701: 1,690 shp, −701C: 1,890 shp, −701D: 2,000 shp (-701: 1,260 kW, −701C: 1,490 kW, −701D: 1,490 kW) Each. Maximum speed : 158 knots (182 mph, 293 km/h) Armament : 1× 30 mm (1.18 in) M230 Chain Gun With 1,200 Rounds As Part of The Area Weapon Sub System Hydra 70-70 mm, and CRV7 – 70 mm Air-to- Ground Rockets Typically AGM-114 Hellfire Variants; AIM-92 Stinger May Also Be Carried. Radar System : Lockheed Martin/Northrop Grumman AN/APG-78 Longbow Fire-Control Radar.
Posted on: Thu, 16 Oct 2014 09:29:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015