Charlie Hebdo পত্রিকার এক - TopicsExpress



          

Charlie Hebdo পত্রিকার এক সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ সে মহিলা ছিল। সে মহিলা রেডিও ফ্রান্সকে বলেন, হামলাকারীরা একজন আরেকজনকে চিৎকার করে বলছিল, “We don’t shoot women, we don’t shoot women”. হামলাকারীদের একজন তাকে আরো বলেন, ভয় পেয়ো না, শান্ত হও। আমি তোমাকে হত্যা করব না, তুমি একজন মহিলা। কিন্তু তুমি যা করেছ সে বিষয়ে ভেবে দেখো, এটা ঠিক না। সে আরো যোগ করে, আমি তোমাকে হত্যা করব না, কেননা তুমি একজন মহিলা আর আমরা মহিলাকে হত্যা করব না। তুমি কুরআন পড়ো আর ইসলাম ধর্ম গ্রহণ করো। অন্য একজন সেলসম্যান রেডিও ফ্রান্সকে বলে, হামলাকারীদের সাথে পথিমধ্যে আমার আলাপ হয়েছে। তাদের একজন আমাকে স্পষ্টত বলে , Go away as we do not kill civilians. নিউজ লিংকঃ independent.co.uk/news/world/europe/paris-attacks-charlie-hebdo-journalist-says-gunman-spared-her-because-she-was-a-woman-9968290.html নিউজ লিংকঃ bbc/news/world-europe-30739509?SThisFB
Posted on: Sat, 10 Jan 2015 06:30:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015