Corsair VS450 হ্যা, আজকের রিভিও - TopicsExpress



          

Corsair VS450 হ্যা, আজকের রিভিও এটা নিয়েই। Corsair Components, Inc. একটা এমেরিকান পিসি পার্টস এবং পিসি কম্পোনেন্ট প্রস্তুতকারী প্রাইভেট কোম্পানী। যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এবং এর সদর দপ্তর Fremont, California, USA তে এবং ফ্যাক্টরী Taoyuan County, Taiwan এ অবস্থিত। Andy Paul হলেন এটির President & CEO। কোম্পানীটি মূলত হাই কোয়ালিটি RAMs, PSUs, UFDs, memory and case cooling Systems, PC cases, SSDs, Speakers ইত্যাদি কোয়ালিটি গেইমিং প্রোডাক্ট তৈরি করে থাকে। Corsair VS450 একটি এন্ট্রি লেবেল বাজেট ফ্রেন্ডলি PSU। এটির এসি ইনপুট ভোল্টেজ 200-240V এবং এটি ATX12V 2.01, 2.2 and 2.3, and EPS12V 2.91 স্ট্যান্ডার্ড ফলো করে। 150x86x140 mm এর PSU তে আছে power supply, warranty guide, safety information sheet, power cable এবং a bag of screws। এটি একটি single rail পাউয়ার সাপ্লায় ইউনিট। এর 12V rail এ 34A বিদ্যুত্‍ সাপ্লায় দিতে পারে যা এর সম সাময়িক অন্য সব পাউয়ার সাপ্লায় থেকে তুলনামুলক বেশিই। ম্যাট ব্ল্যাক ডিজাইনের এই PSU এর cable configuration হিসেবে রয়েছে a 20&4 pin ATX, 4&4 pin ATX/EPS12V CPU power, two 6&2 pin PCI-E, four SATA, four molex and two FDD power connectors এবং সবগুলো ক্যাবল sleeved করাই আছে। => লোড টেস্টিং রেজাল্টঃ LOAD - AC PW - Efficiency 70.64w - 90.6w - 77.96% 125.44w - 151.9w - 82.58% 197.06w - 236.3w - 83.39% 250.84w - 300w - 83.61% 302.8w - 362.1w - 83.62% 352.77w - 426w - 82.81% 401.71w - 491.8w - 81.68% (OC LOAD) 498.83w - 632.8w - 78.83% উক্ত টেস্টে এটি সর্বদা 80% ইফিসিয়েন্সি মেন্টেইন্ট করতে পারে নাই। তবুও এন্ট্রি লেবেলের PSU হিসেবে এটি ভালই পারফরমেন্স দিয়েছে। এটির সর্বনিন্ম ইফিসিয়েন্সি ছিল 77.96% যা 15% লোড মানে 70.64W এবং সর্বচ্ছো 83.62% যা 67% লোড মানে 302.8W এ ছিল। এটিকে 110% পর্যন্ত সেইফলি ওভারলোড করা গেছে। 498.83W লোডে এটি 632.8W পাউয়ার কনজিউম করে যা 78.83% ইফিসিয়েন্সি। টেস্টে এটির 12v Rail এর ভেরিয়েশন ছিল 11.73v থেকে 12.07v। এবং উক্ত 12v Rail এ সর্বচ্ছো 20mV Spikes ছিল। যা একটি এন্ট্রি লেবেলের PSU এর জন্যে আসলেই অনেক ভাল রেজাল্ট। => ইনসাইড কম্পোনেন্টঃ এটির ইনপুট ফিল্টারিং এ একটি X-Capacitor এবং দুটি Y-Capacitors আছে। এটির মেইন PCB তে 2.5 coils, একটি X-Cap, দুটি Y-Caps এবং একটি MOV আছে। একটি 450W PSU এর জন্যে এগুলো যতেষ্ট। এটিতে 4A এর ব্রিডজ রেক্টিফায়ার ব্যাবহার করা হয়েছে যা 200-240V ইনপুট ভোল্টেজের জন্যে যতেষ্ট। এটিতে PFC ক্যাপাসিটর হিসেবে Aishi এর তৈরি 180µF CAP। এটিতে GPT10N50G মডেলের 10A সুইচিং ট্রানজিস্টর এবং GTP13N50DG মডেলের 13A PFC ট্রানজিস্টর আছে। এটিতে Champion Micro এর CM6805BG মডেলের PWM কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এটিতে Aishi এর কিছু ভাল ক্যাপাসিটর ব্যবহার করা হলেও বেশির ভাগ ক্ষেত্রে CapXon এর লো কোয়ালিটির ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে যা Corsair এর মত একটা ব্র্যান্ডের প্রোডাক্টে আশা করা যায় না। এটিই এটির খারাপ দিক। CapXon এর ক্যাপাসিটরের স্থায়িত্ব তেমন ভাল হয় না। এটিতে PFR30L60CT মডেলের 30A এর দুটি 12v রেক্টিফায়ার ব্যবহৃত হয়েছে যা 34A 12v rail এর জন্যে more than good enough এবং 5v rail এ 30A এর PFR30L45CT এবং 3.3V rail এ 25A এর MBRF2545CT মডেলের রেক্টিফায়ার ব্যবহার করা হয়েছে। মনিটরিং IC হিসেবে এটিতে আছে Sitronix ST9S429 মডেল IC। এটিতে Yate Loon এর তৈরি 120mm PWM fan ব্যবহার করা হয়েছে যা thermally controlled মানে লোড এবং হিট যত বাড়বে এটা তত স্পিডে চলবে। যদিও লোডে এটি ভালই নয়েজ করে তবুও আইডলে এটি কোয়াইট। PSU টির সার্কিট সোল্ডারিং খুবই মজবুদ। এটিতে ছোট হিটসিংক ব্যবহার করা হলেও তা 450W এর জন্যে যতেষ্ট। => Pros: *. Excellent ripple suppression *. Can deliver upto 500W *. Plenty of connectors. *. Decent soldering quality *. Sleeved cables *. Good looking *. Affordable => Cons: *. Low quality capacitors *. Voltage regulation could be better => রেটিং এবং মূল্যঃ ডিজাইন, লোড রেজাল্ট পারফরমেন্স সব মিলিয়ে এটিকে 8/10 দেওয়া যায়। এটি তিন বছরের ওয়ারেন্টি সহ pcgardensylhet/ এ ৩৩০০ টাকাতে পাবেন। এরা সারা দেশে ফ্রি শিপমেন্ট করে থাকে। বিস্তারিত যানতে Rafez Haque ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। => মতামতঃ Corsair VS450 এর লোড কোয়ালিটি অনেক সন্তোসজনক ছিল এবং এন্ট্রি লেবেল PSU হিসেবে যতেষ্ট ভালই ইফিসিয়েন্সি রেজাল্ট দিয়েছে। এটির ওভারলোড ক্যাপাসিটিও সন্তোসজনক এবং যতেষ্ট কানেক্টর রয়েছে যা এই মানের PSU তে সচারাচর তেমন দেখা যায় না। যদিও এটিতে CapXon এর লো কোয়ালিটির ক্যাপাসিটর ব্যবহারের কারনে এর লং টার্ম ব্যবহারে কিছুটা সংসয় আছে। তবুও এই প্রাইসে এটা অন্য যেকোন PSU থেকে অনেকটাই এগিয়ে আছে। এবং 12v এ যতেষ্ট এম্পেয়ার থাকার কারনে এটি 500W পযর্ন্ত লোড ভালই মানিয়ে নিতে পারবে। আজ তাহলে এখানেই। ব্যস্থতার কারনে নিয়মিত লিখতে পারছি না তবুও Rezoan Mahmud ভাইয়ের রিকোয়েষ্টে এটি লিখেছি। আশা করি সবার এটি ভাল লাগবে বিশেষ করে যাদের টাইট বাজেট তাদের এটি উপকারে আসবে। Copyright © Morshedul Alam Sazzad #SAZZAD_AG
Posted on: Sun, 21 Dec 2014 09:16:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015