Dear future husband.... আমি জানি না - TopicsExpress



          

Dear future husband.... আমি জানি না তুমি কোথায়, কিভাবে আছ ... আমি জানি না তুমি আমার মত করে তোমার চোখের দৃষ্টি কোন মাহারম মেয়ে কে দেখে চোখ নামিয়ে নেও কিনা....কিন্তু আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি ...,আলহামদুলিল্ লাহ ,আমার সকল ভাললাগা, চিন্তাশক্তিগুলো সংরক্ষিত করে শুধুমাত্র তোমার জন্য রেখে দিতে, আমি চাই না...কোনভাবেই চাই না..তোমাকে বিন্দুমাত্র ঠকাতে ...আমি চাই না তুমি ও আমাকে কোনভাবেই ঠকাও..... মহানবী (স:) বলেছেন, যে কাউকে ঠকায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না...... আমি জানি না আমি কতটা সফল হতে পারতেছি ..আল্লাহ ই ভাল জানেন। আমি জানি না.....তুমি অন্যের তুলনায় কেমন হবে? তুমি যেমন ই হও তুমি আমার জন্য perfect হবে, তোমার সাথে আমি কারোর তুলনা দিবো না...কারণ তোমাকে তো আমার শ্রেষ্ঠ অভিভাবক আল্লাহ্ select....করেছে, so...তুমি যেমন ই হও আমার জন্য perfect selection ... আমি তো স্বপ্ন দেখি তুমি আমাকে সকলের মাঝে আমাকে সকল কাজে সাহায্য করবে, আমাকে প্রতিক্ষণ আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যাবে, নামাজে সিজদা রত হয়ে আমাদের জন্য জান্নাত চাইবে, আমাকে তাহাজ্জতে ঢেকে তুলবে ...বলবে ওঠ না দুইজন মিলে আমাদের প্রতিপালক আল্লাহর কাছে আমাদের জন্য জান্নাত চাই, ক্ষমা চাই, শয়তানের সাথে যুদ্ধ করার মত শক্তি চাই ....যত কল্যাণ আছে চাইতে, আল্লাহ বান্দা কে দিতে কখনোই কুন্ঠাবোধ করে না.....তুমি আমার কুরআন তেলাওয়াত শুনবে, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো....আমার অট্টালিকা র দরকার নেই, আমাদের একটা সাদামাটা ঘর থাকবে, কোনমতে ক্ষণস্থায়ী এই জীবন টা পার করতে পাইলেই হল..তবে নামাজের একটা সুন্দর জায়গা থাকবে, অনেক অনেক ইসলামী বই থাকবে ...আমরা সবার কাছে সহীহ আকিদ্বার বই পৌঁছে দিব, যারা কুরআন পড়তে পারে না, তাদের কে আরবী শেখার ব্যবস্থা করে দিব, অন্ধ, বিকলাঙ্গ মানুষগুলো কে সাহায্যের হাত বাড়িয়ে দিব, ....সাদামাটা খাবার খাব, আমাদের জমানো টাকা দিয়ে দরিদ্র্যদের মুখে আহার তুলে দিব, আমি চাই না আমার গ্রামে একটা মানুষ ও না খেয়ে রাত কাটাক ....আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহ কে খুশি করার চেষ্টা করবো কেননা..... আল্লাহর অসন্তুষ্টি গুণ পৃথিবীর সকল সাফল্য equal zero only zero .....but zero/সকল ব্যর্থতা ...গুণ আল্লাহর সন্তুষ্টি equal পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান ....... আল্লাহপাক সবাই কে তাঁর নিজ অনুগ্রহে আল্লাহর পথে চলার তৌফিক দিন, সন্তুষ্টি অর্জন করার সুযোগ করে দিন ........
Posted on: Mon, 22 Dec 2014 13:07:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015